পুষ্পকেতুর পঞ্চরহস্য – অনন্যা পাল
(সমুদ্রগুপ্তের সমকালীন গোয়েন্দা গল্প)
প্রথম প্রকাশ: মার্চ ২০২১
প্রচ্ছদ: অরুণাভ চট্টোপাধ্যায়
প্রকাশক – আত্মজা পাবলিশার্স
(গল্প এবং চরিত্রের খাতিরে কিছু পুরনো বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখক ও প্রকাশকের অনুমতি ছাড়া বইটির কোনও প্রতিলিপি অথবা পুনরুৎপাদন করা যাবে না। কোনও যান্ত্রিক উপায়ে প্রতিলিপি করা যাবে না। এই শর্ত অমান্য হলে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।)
.
উৎসর্গ
আমার এই বইটি জগতের সৃষ্টিকর্তার উদ্দেশ্যে উৎসর্গ
করলাম, যাঁর আশীর্বাদে বাধাবিপদ অতিক্রম
করে আমার সৃষ্টিকর্ম চালিয়ে যেতে পারছি।
ভূমিকা
ছোটবেলা থেকেই গোয়েন্দা গল্প ও ঐতিহাসিক গল্প আমার সবচেয়ে বেশী পছন্দের, ভারতবর্ষের হিন্দু যুগের সম্পর্কেও আগ্রহ সেই তখন থেকেই। লেখালেখি করতে শুরু করলাম কয়েক বছর আগে, নিজের পছন্দ বলেই রহস্য গল্প লিখতে শুরু করি, ঐতিহাসিক গল্প তো লিখতামই। একসময় মনে হল দুটো ধারাকে মিলিয়ে গল্প লিখলে কেমন হয়? সেই ভাবনা থেকেই আমার গোয়েন্দা পুষ্পকেতুর জন্ম; সে সমুদ্রগুপ্তের আমলের একজন তরুণ। আসলে গোয়েন্দা গল্পের আড়ালে, আমাদের গৌরবময় ইতিহাসের স্বর্ণযুগকে তুলে ধরার একটি ক্ষুদ্র প্রচেষ্টা এটি।
এই বইয়ের প্রথম দুটি ছোটগল্প ‘একদা নিশীথে’ ও ‘গহীন গরল’ আমার প্রথম বই ‘পুষ্পকেতু’ তে প্রকাশিত হয়েছিল, বড় গল্প ‘ছায়াময়’ প্রকাশ পায় সাপ্তাহিক বর্তমানে নভেম্বর ২০১৯ এ, অন্য বড় গল্প ‘প্রহেলিকা’ ও উপন্যাসিকা ‘ধুম্রজটিল’ এই বইটিতে প্রথম প্রকাশিত হল।
এই বইটি প্রকাশের জন্য আমি প্রকাশক আরুনাভ চট্টোপাধ্যায়ের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, নতুন ধারার কাজকে উৎসাহ দিতে তিনি যেভাবে এগিয়ে এসেছেন তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।
অনন্যা পাল
Suprashan dey
I need this pdf