পুফি – হুমায়ূন আহমেদ
উৎসর্গ
নিষাদ তার নানাজানকে ডাকে মহারাজ। মহারাজ বিড়াল দু’চক্ষে দেখতে পারেন না। তার ফ্র্যাটে পুফি নামে একটা বিড়াল ছিল তাকে তিনি অঞ্চল ছাড়া করেছেন। লাভ হয় নি, অদ্ভুত অদ্ভুত সময়ে বিড়াল তাঁর ঘরে ঢোকে। কেমন করে জানি তাকিয়ে থাকে।
বিড়াল বিদ্বেষী মহারাজা
ইঞ্জিনিয়ার মোহম্মদ আলী
শ্রদ্ধাভাজনেষু
.
When do you go when you’r lonely
Where do you go when you’r blue?
I will follow you
When the stars go blue.
-Ryan Adams
.
ভূমিকা
শুরুতেই সাবধানবাণী, এটি কোনো শিশুতোষ বই না। পুফি নামের কারণে অভিভাবকরা অবশ্যই বিভ্রান্ত হয়ে তাদের ছেলেমেয়েদের এই বই কিনে দেবেন না। পুফিতে এমন সব বিষয়ের অবতারণা করেছি যা থেকে শিশুকিশোরদের একশ হাত দূরে থাকা প্রয়োজন। ব্যাখ্যার অতীত জগৎ আমার অতি প্রিয় বিষয়। পুফিকে নিয়ে ব্যাখ্যার অতীত গল্পই লিখতে চেষ্টা করেছি। আমার নিজের মাঝে মাঝে মনে হয় আমরা যে জগতে বাস করছি সেটাই তো ব্যাখ্যার অতীত। বাইরে থেকে পুফি আনার প্রয়োজন কি? কথাটা ভুল না।
হুমায়ূন আহমেদ
দখিন হাওয়া।
Leave a Reply