পথের পাঁচালী – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় Book Content ০১. বল্লালী বালাই – নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তরপ্রান্তে ০২. হরিহর রায়ের আদি বাসস্থান ০৩. দিন কতক পরে ০৪. খোকা প্রায় দশ মাসের হইল ০৫. ইন্দির ঠাক্রুণ ফিরিয়া আসিয়াছে ০৬. ও পাড়ার দাসীঠাকরুন ০৭. আম-আঁটির ভেঁপু – ইন্দির ঠাকরুনের মৃত্যুর পর ০৮. হরিহরের পুত্র আপন মনে ০৯. অপুদের বাড়ি হইতে কিছু দূরে ১০. কয়েক মাস কাটিয়া গিয়াছে ১১. এদিনের ব্যাপারটা এইরূপে ঘটিল ১২. বৈশাখ মাসের দিন ১৩. হঠাৎ চারিদিক অন্ধকার ১৪. প্রসন্ন গুরুমহাশয় বাড়িতে ১৫. দুৰ্গা ভাইকে খুঁজিতে বাহির হইয়াছিল ১৬. বাড়ি হইতে যাইবার সময় ১৭. গ্রামের অন্নদা রায় মহাশয় ১৮. অপু সেদিন জেলেপাড়ায় ১৯. অপু কাউকে একথা এখনও বলে নাই ২০. নরোত্তম দাস বাবাজি ২১. সর্বজয়া ঘাটে গিয়া ২২. বারোয়ারি চড়কপূজা ২৩. যাত্রা আরম্ভ হয় ২৪. হরিহর কাশী হইতে আসিল ২৫. কয়দিন খুব বর্ষা চলিতেছে ২৬. হরিহর বাড়ির চিঠি পায় নাই ২৭. দেখিতে দেখিতে দিন কাটিয়া গেল ২৮. আসলে অপু কিন্তু ঘুমায় নাই ২৯. বৈশাখ মাসের প্রথমে ৩০. অক্রুর সংবাদ ৩১. হরিহরের বাসাটা বিশেষ ভালো নয় ৩২. কোনোরূপে মাসখানেক কাটিল ৩৩. পরের বাড়ি নিতান্ত পরাধীন ৩৪. মেজ বৌ-রানীর মেয়ে লীলা ৩৫. জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়বইয়ের ধরন: উপন্যাস
Sarjina Sultana Somaya
Great