পঞ্চাশটি গল্প – স্বপ্নময় চক্রবর্তী
পঞ্চাশটি গল্প – স্বপ্নময় চক্রবর্তী
প্রথম সংস্করণ – জানুয়ারি ২০০৬
কবি ও কথাকার জয় গোস্বামী বন্ধুবরেষু,
যে আমার অনেক বোবা সময়ে কথা ফুটিয়েছে
দু-একটি কথা
যে-কোনও বৃষ্টিফোঁটার গভীরে একটা ধূলিকণা থাকবেই। মুক্তোর ভিতরেও থাকে একটা উচ্চাকাঙ্ক্ষী কাঁকর, আর কাঁকর ঢুকে যাওয়া বেচারা ঝিনুকটির অবিরল অন্তঃস্রাব। রোজ কত কী ঘটা যাহা তাহার মধ্যে কিছু কিছু ঢুকে যায় চেতনায়।
গল্প তৈরি হয়।
গত তিরিশ বছর ধরে লিখছি বলা যায়। দুশোর উপর গল্প লেখা হল। এই সংকলনের বেশ কিছু গল্প অন্য কোনও সংকলনে নেই, অগ্রন্থিত। বাকি গল্পগুলি অন্যান্য সংকলনে ছিল, কিন্তু এখন ছাপা নেই। ‘শ্রেষ্ঠ গল্পে’র অন্তর্ভুক্ত কোনও গল্পকেই এই সংকলনে ইচ্ছে করেই রাখিনি।
এই সংকলনের প্রথম গল্প ‘শকুন’ একেবারেই প্রথমদিকের লেখা। শেষ গল্প ‘ডাকিনিতন্ত্র’ আমার শেষতম লেখা হলেও গল্পের বিন্যাসে কালানুক্রম অনুসৃত হয়নি।
দ্বিতীয় গল্প ‘রাধাকৃষ্ণ’ থেকে ‘রাক্ষসায়ন’ পর্যন্ত গল্পগুলি হাল আমলের লেখা।
বিভিন্ন সম্পর্ক নিয়েই তো গল্প। মানুষে মানুষে, মানুষে মাটিতে, মানুষে ধর্মে, মানুষে জন্তুতে, মানুষে যন্ত্রে…। চেষ্টা থেকেছে সমধর্মী গল্পগুলিকে একগুচ্ছে রাখবার। ‘রাক্ষসায়ন’ থেকে ‘মানুষ ও বেগুন’ পর্যন্ত গল্পের ফোকাস যন্ত্রায়ন। যেন ওই পাঁচটি গল্প মিলে একটি গল্প। ‘ধর্ম’ থেকে ‘দর্পচূর্ণ পালা’ পর্যন্ত চারটি গল্পে হিন্দু-মুসলমান সম্পর্ক এসেছে, ‘সোভিয়েত রাশিয়ার পতনের পরে…’ থেকে ‘১১ই সেপ্টেম্বর’ পর্যন্ত গল্পগুলিতে যেন সমসময়ের রাজনীতি মথিত মানুষ। ‘নারী হওয়া’ থেকে ‘যে মেয়েটি মোহময়ী হতে চেয়েছিল’ গল্প ক’টিতে মিলে যেন একটি কথারই কোরাস।
কোনও কোনও গল্প বহুদিন ধরে মাথার ভিতরে লেখা হয়েছে। ক্ষেত্র সমীক্ষারও দরকার হয়েছে। পাঠকের ভাল লাগলে আমারও ভাল লাগবে। শুধু একটা কথা সবিনয়ে জানিয়ে রাখতে চাই যে, কেবলমাত্র সময় কাটানোর জন্য এই বই নয়, সময় ব্যবহারের জন্য পড়ুন।
স্বপ্নময় চক্রবর্তী
Leave a Reply