নীল ময়ূরের যৌবন – সেলিনা হোসেন
.
ফ্ল্যাপের লেখা
…..অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যে চর্যাপদের সময়কালের পটভূমিতে রচিত ‘নীল ময়ূরের যৌবন’ বাংলা ও বাঙালির কথা। চর্যাপদের কবি কাহ্নুপাদ স্বপ্ন দেখেন স্বাধীন ভূখণ্ডের। যেখানে ব্রাহ্মণ্যবাদের প্রবল নিপীড়ন থাকবে না, তার মুখের ভাষা হবে রাজদরবারের ভাষা, তাই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদমুখর হলে কেটে দেওয়া হয় কাহ্নপাদের দু’হাত, ডোম্বিকে ফাঁসি গাছে ঝুলিয়ে রাখা হয় এবং রাজার লোকেরা মধ্য রাতে পুড়িয়ে দেয় ওদের পল্লী। যারা বাঁচতে পারে পালিয়ে যায় পাহাড়ের পাদদেশে। এ পলায়ন শুধু আত্মরক্ষার জন্য নয়। নতুন করে শক্তি অর্জনের জন্যও। তাই ওদের নাকে চামড়া পোড়ার গন্ধ ভেসে এলে কবি ভুসুক চেঁচিয়ে বলে, ‘আজি ভুসুক বঙ্গালী ভইলী’। এমন রক্ত আগুনের মধ্যে দিয়ে তো কাহ্নুপাদের স্বপ্নের ভূখণ্ড বাংলাদেশ হয়ে যায়…
Leave a Reply