নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা – নীরেন্দ্রনাথ চক্রবর্তী
নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা – নীরেন্দ্রনাথ চক্রবর্তী
প্রথম প্রকাশ – বৈশাখ
ভূমিকা
কবিতাগুলিকে কালানুক্রমিক সাজিয়েছি। যে-সব কবিতা ইতিপূর্বে কোনও গ্রন্থের অন্তর্ভূত হয়নি, তাদেরও এখানে— রচনার সময় অনুযায়ী— বিভিন্ন গ্রন্থের পর্যায়ভুক্ত করে দেখানো হল। আশা করি, তাতে ধারানুসরণের সুবিধে হবে ।
‘এশিয়া’ কবিতাটি হারিয়ে গিয়েছিল । কবি শ্রীশঙ্খ ঘোষ তাকে বিস্মৃতির অতল থেকে খুঁজে এনেছেন। তাঁকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ তরুণ কবি শ্রীমৃণাল দত্তকেও। তাঁর সাহায্য না-পেলে এই গ্রন্থের পাণ্ডুলিপি তৈরি করতে আরও সময় লেগে যেত ।
কবিতাগুলিকে যদি আমার ব্যক্তিত্ব ও বিশ্বাসের ক্রমিক বিবর্তনের একটি অসম্পূর্ণ সূচিপত্র হিসেবে দেখা হয়, তা হলে খুশী হব ।
এ ছাড়া, কবি ও কবিতা অভিন্ন বিধায়, এই গ্রন্থ সম্পর্কে আর- কোনও পরিচয়-সূত্র আমি পেশ করতে পারছি না। বঙ্কিমচন্দ্রের একটি চরিত্রের ভাষায় বলি, “…আমাদিগের আত্মপরিচয় আপনারা দিবার রীতি নাই।”
Leave a Reply