নিষিদ্ধ গাণ্ডিব – কর্ণ শীল
Nisidhho Gandib – A collection of stories by Karna Sil
সর্বপ্রথম যিনি কলমের শক্তি চিনিয়েছিলেন,
সেই ঈশ্বর জগদীশ কর, বড়মামাকে
ভূমিকা
ইতিহাস বড়ো অদ্ভুত। আপাতদৃষ্টিতে তাকে দেখে মনে হয় সেটি সহস্র সাল তারিখের বোঝার নিচে দম আটকে থাকা এক জীবন্মৃত দেহ। কিন্তু তার প্রতিটি দস্তাবেজ, প্রতিটি অধ্যায়কে খুব কাছ থেকে দেখলে বোঝা পায় এ তাবৎ সংখ্যা, পরিসংখ্যানের মধ্যে লুকিয়ে আছে অজস্র কাহিনি, শত দীর্ঘশ্বাস, উদ্যম, ভালোবাসা, ষড়যন্ত্রের বুনন।
ইতিহাসের চেয়ে বড়ো গল্প সংকলন আর বুঝি কিছু হয় না।
ইতিহাস যুক্তিনির্ভর কল্পনার ফসল। ইতিহাসের প্রামাণ্য উপাদানগুলির কঙ্কালে যুক্তি আর কল্পনার লেপন দিয়ে কায়িক অবয়ব দেওয়া হয়। এই প্রয়াসে কত শাখা-প্রশাখা রয়ে যায় অনাঘ্রাত, অপশ্য।
সেই সকল শাখা-প্রশাখা থেকে বিন্দু বিন্দু চয়ন করে সত্য ও কল্পসত্যের মধ্যে অবস্থিত যে সূক্ষ্ম বন্ধন, কল্পবাস্তব, তারই অবচিত রূপ ‘নিষিদ্ধ গাণ্ডিব’। লোককথা, পুরাণ, ইতিহাস, বিপ্লব, অতিপ্রাকৃতের বেণীসংহার এ-গ্রন্থ। পাঠক এক মুহূর্তের জন্য হলেও ভাবতে বাধ্য হবেন, ‘এমনই হয়তো সত্য হইত, আহা’।
লেখক তাঁর বই পাঠক ঈশ্বরের হাতে তুলে দিলেন। এ বই আর তাঁর রইল না। কারণ দিনের শেষে এ সনাতন সত্য তিনি মনপ্রাণ দিয়ে বিশ্বাস করেন, ‘পাঠকই শ্রেষ্ঠ বিচারক, সর্বশেষ বিচারক’।
কর্ণ শীল
Leave a Reply