নিউকামার – কেইগো হিগাশিনো
দুঃখিত, প্রকাশকের আপত্তির কারণে পুরো বইটি দেয়া গেল না।
নিউকামার – কেইগো হিগাশিনো
অনুবাদ – সালমান হক, ইশরাক অর্ণব
প্রথম প্রকাশ – মে, ২০২৩
সালমান হকের উৎসর্গ
প্রিয় আইইউবি’কে
(যেখানে চাকরি না করলে হয়তো এই বইটা অনুবাদের সুযোগ মিলত না)
ইশরাক অর্ণবের উৎসর্গ
রাইয়ান, রাদ, পুষ্প, মুগ্ধ, ঋদ্ধ, জারা ও সারা’কে
ভূমিকা
২০১৬ সালে ‘ডিভোশন অফ সাসপেক্ট এক্স’ যখন অনুবাদ করি, তখনও বাংলা ভাষাভাষী পাঠকের কাছে হিগাশিনো নতুন একটি নাম কিন্তু মনে মনে আমি জানতাম, এরকম চমৎকার একটি বই রহস্য- রোমাঞ্চের পাঠকেরা আপন করে নেবেনই; বড়জোর কিছুটা সময় হয়তো লাগতে পারে। কিন্তু এখন, ২০২৩ সালে থ্রিলার মাস্টারমাইন্ড কেইগো হিগাশিনো রহস্যপ্রেমীদের মধ্যে পরিচিত একটি নাম। খুব ভালো লাগে, যখন দেখি পাঠকেরা তাকে এতটা আপন করে নিয়েছেন। ঠিক এটাই চেয়েছিলাম। আমার প্রিয় লেখক যদি অন্য কারো প্রিয় লেখক হয়ে ওঠেন? সেই ভাবনা থেকেই অনুবাদ করা। ছোটবেলার সেই গল্পের বই ভাগাভাগি করে পড়ার মতন ব্যাপারটা। ধীরস্থির, বিচক্ষণ ডিটেকটিভ কাগা তার তৈরি সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর একটি। পশ্চিমা জগতে তাকে বলা হয় ‘মডার্ন ডে পোয়ারো’। কেইগো হিগাশিনোর বইয়ের পাঠ অভিজ্ঞতা অনেকটা মনস্তাত্ত্বিক খেলার মতন। তার বইয়ের প্রতিটা বাক্য রহস্যের জট খোলায় পরোক্ষ বা প্রত্যক্ষ ভূমিকা রাখে। এতেই বোঝা যায় কতটা চিন্তাভাবনা করে প্রতিটা অধ্যায় লেখেন তিনি। নিউকামারে আমার সাথে কাজ করেছে স্নেহস্পদ ইশরাক অর্ণব। আমাদের একসাথে কাজ করা দ্বিতীয় বই এটি, আশা করছি শেষ নয়। ‘শিরোনাম’ প্রকাশনার জগতে নতুন বা নিউকামার(!) হলেও প্ৰকাশক মেহেদী হাসান জুয়েলকে বইপ্রেমী হিসেবেই জানি। আশা করি কিছুদিনের মধ্যেই ‘শিরোনাম’ আলাদা একটি স্থান তৈরি করে নিবে পাঠকমহলে। নিউকামারের প্রচ্ছদ করেছেন ওয়াসিফ নূর ভাই। তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন। বইয়ের সাথে সময়টা ভালো কাটুক।
সালমান হক
বনশ্রী
.
চরিত্র পরিচয়
মিনেকো মিতসুই- ভিক্টিম
কিয়োচিরো কাগা- ডিটেকটিভ, নিহনবাশি থানা
ওমাকারা, রাইস ক্র্যাকারের দোকান
সাতোকো কামিকাওয়া- দাদী
নাহো কামিকাওয়া- নাতনি
ফুমিতাকা কামিকাওয়া- সাতোকোর ছেলে এবং নাহো’র বাবা
শিনিচি তাকুরা- ইন্সুরেন্স কর্মী
মাতসুয়া, একটি ঐতিহ্যবাহী জাপানি রেস্তোরাঁ
ইয়োরিকো- ম্যানেজার এবং মালিক
তাইজি – রেস্তোরাঁর অপর মালিক, ইয়োরিকোর স্বামী
সুহেই- শিক্ষানবিশ
কাতসুয়া- শিক্ষানবিশ
ইয়ানাগিসাওয়া ক্রোকারিজ শপ
নাওইয়া ইয়ানাগিসাওয়া- স্বামী/পুত্র
মাকি ইয়ানাগিসাওয়া- স্ত্রী/পুত্রবধূ,
সুজু ইয়ানাগিসাওয়া- মা/শ্বাশুড়ি
তেরাদা ক্লক শপ
গেনিশি তেরাদা- দোকান মালিক
শিমাকো তেরাদা- গেনিশির স্ত্রী
কানায়ে তেরাদা- গেনিশি এবং শিমাকোর কন্যা
আফিকুমি ইয়োনেকা – শিক্ষানবিশ
কুয়াত্রো- পেস্ট্রি শপ
মিয়ুকি- কর্মী
রেইকো নাকানিশি- ম্যানেজার
কেনিচি – মিয়ুকির স্বামী
হোজুকিয়া, একটি হস্তশিল্পের দোকান
.
মাসায়ো ফুজিয়ামা- মালিক
মিসাকি সুগাওয়ারা- খণ্ডকালীন কর্মী
কোকি কিয়োসে- ভিক্টিমের ছেলে
নাওহিরো কিয়োসে- ভিক্টিমের স্বামী
তামিকো ইয়োশিওকা- অনুবাদক এবং ভিক্টিমের বান্ধবী
ইউরি মিয়ামোতো- নাওহিরো কিয়োসের নতুন সেক্রেটারি
ইয়োসাকু কিশিদা – নাওহিরো কিয়োসের হিসাবরক্ষক
হিরোশি উয়েসুগি- টোকিও মেট্রোপলিটন পুলিশ বাহিনী একজন হোমিসাইড ডিটেকটিভ
Rekha
অসংখ্য ধন্যবাদ ☺️☺️
Tausif
Download kore kivabe?
Asadulislam
Want another book of detective gallellio series.
Farida
-A death in Tokeo
-The Name of the Game is Kidnapping
If possible, would you please like to add these two books of the author also? Thanks in advance
Sayef L Jarred
Thanks a lot Bangla Library