নয়নপুরের মাটি (বই হয়ে বেরিয়েছে ১৯৫২)। ‘নয়নপুরের মাটি’ সমরেশ পরিকল্পনা করেছিলেন ‘আদাব’ রচনারও আগে–রাইফেল ফ্যাকটরির অফিসে বসে বসে এ উপন্যাস যখন তিনি লেখেন তখন তাঁর বয়স একুশ। এই উপন্যাসটি তাঁর দ্বিতীয় প্রকাশিত উপন্যাস। তাঁর লিখিত প্রথম উপন্যাস ‘নয়নপুরের মাটি’। মাসিক পরিচয়ে ধারাবাহিক প্রকাশের হিসাবেও এর একটা গুরুত্ব আছে। প্রথম সংস্করণ উৎসর্গ পত্রে মুদ্রিত ছিল ‘সাগরকে’। সমরেশ এই নামে ব্যক্তিগতভাবে ডাকতেন গৌরী বসুকে—সমরেশের জীবনে যে নারীর প্রভাব সুদূরপরিণামী।
Leave a Reply