নবাবি আমলে মুর্শিদাবাদ – সুশীল চৌধুরী
.
আমার ছোটভাই
অকালপ্রয়াত সলিলকান্তি চৌধুরীর
স্মৃতির উদ্দেশে
.
ঋণ স্বীকার
এই বই লেখার ব্যাপারে আমার স্ত্রী, মহাশ্বেতা, আমাকে নানাভাবে সাহায্য করেছেন। তাঁর সাহায্য ছাড়া এটা লেখা সম্ভব হত না। বহরমপুরের ‘ইতিহাস পরিক্রমা’ মুর্শিদাবাদ সংক্রান্ত অনেকগুলি ছবি দিয়ে কৃতজ্ঞতাভাজন হয়েছেন। অধ্যাপক গৌতম ভদ্র কিছু তথ্য দিয়ে সাহায্য করেছেন। তাঁকে ধন্যবাদ। এ বইয়ের জন্য ন্যাশন্যাল লাইব্রেরি ও ভিক্টোরিয়া মেমোরিয়্যালের কর্তৃপক্ষ কিছু ছবি ব্যবহার করবার অনুমতি দিয়ে বাধিত করেছেন। শ্রীমতী সুস্মিতা দুধোরিয়া কিছু তথ্য সংগ্রহ করতে আমাকে সাহায্য করায় উপকৃত হয়েছি। এই বইয়ের ব্যাপারে শ্রী শ্রীরাম সিং এদিক-ওদিক ছোটাছুটি করে আমার অনেক উপকার করেছেন। আনন্দ পাবলিশার্স অত্যন্ত যত্নের সঙ্গে বইটি প্রকাশনার ব্যবস্থা করায় আমি কৃতজ্ঞ।
.
সংকেত সূচি
BPC | Bengal Public Consultations |
Beng. Letters Recd. | Bengal Letters Received |
C & B Abstr. | Coast and Bay Abstracts |
DB | Despatch Books |
Fact. Record | Factory Records |
FWIHC | Fort William-India House Correspondence |
HB | Hughli to Batavia |
Home Misc. | Home Miscellaneous |
HR | Hoge Regering van Batavia |
OC | Original Correspondence |
Orme Mss. | Orme Manuscripts |
Mss. Eur. | European Manuscripts |
NAI | National Archives of India |
VOC | Verenigde Oost-Indische Compagnie |
Journals | |
BPP | Bengal Past and Present |
CHJ | Calcutta Historical Journal |
IESHR | Indian Economic and Social History Review |
IHR | Indian Historical Review |
JAS | Journal of Asian Studies |
J. As. S | Journal of Asiatic Society |
JEH | Journal of Economic History |
JESHO | Journal of the Economic and Social History of the Orient |
MAS | Modern Asian Studies |
Leave a Reply