দ্য রেড ফিঙ্গার – কেইগো হিগাশিনো
দুঃখিত, প্রকাশকের আপত্তির কারণে পুরো বইটি দেয়া গেল না।
রূপান্তর : সালমান হক
প্রথম প্রকাশ : জুলাই ২০২৩
উৎসর্গ
প্রিয় মানুষ
ইশরাক অর্ণব
একদিন দেশসেরা অনুবাদক হবে তুমি।
প্রসঙ্গ কথা
দ্য রেড ফিঙ্গার অনুবাদ করা আমার ক্ষুদ্র অনুবাদক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হয়ে থাকবে। লেখক যদি কেইগো হিগাশিনো না হতো, তাহলে শুরুর কিছুদিনের মধ্যেই আমি হাল ছেড়ে দিতাম। এর মূল কারণ বইটির অফিশিয়াল ইংরেজি অনুবাদ অ্যাভেইলেবল না। বহুদিন আগে ঘটনাক্রমে হিগাশিনোর কিছ আনঅফিশিয়াল অনুবাদ হাতে এসেছিল, সেগুলোর মধ্যেই একটা ছিল দ্য রেড ফিঙ্গার। প্রাথমিকভাবে আমার এই বইটি অনুবাদের পরিকল্পনা ছিল না। কিন্তু অনুজপ্রতিম অনুবাদক ইশরাক অর্ণবের সাথে ডিটেকটিভ কাগা সিরিজের নিউকামার এবং এ ডেথ ইন টোকিও(প্রকাশিতব্য) অনুবাদের সময় মনে হয় কাগার পরিচয় বাংলা-ভাষী পাঠকের কাছে অজানাই থেকে যাচ্ছে। দ্য রেড ফিঙ্গার এমন একটি বই যেখানে ডিটেকটিভ কাগার পাশাপাশি ব্যক্তি কাগাকেও আমরা চিনতে পারি খুব কাছ থেকে। জানা যায় তার পারিবারিক ইতিহাস। জাপানে প্রকাশনার ক্রম অনুযায়ী দ্য রেড ফিঙ্গার ডিটেকটিভ কাগা সিরিজের সাত নম্বর বই। নিউকামার আট নম্বর এবং এ ডেথ ইন টোকিও নয় নম্বর। পড়ার সময় এই ক্রমানুসারে পড়লেই পাঠকদের জন্যে ভালো হবে, যদিও প্রতিটি স্ট্যান্ড অ্যালোন বই। কাহিনীর ক্রমান্বয়তা নেই। কোন অনুবাদ নিয়ে নিজে সন্তুষ্ট না হলে আমি সেটা প্রকাশ করিনা, আমার কাজগুলোর পাঠকেরা সেই কথা এতদিনে বুঝে গেছেন নিশ্চয়ই। রেড ফিঙ্গারের ক্ষেত্রেও সেটার ব্যত্যয় ঘটেনি। কাগা সিরিজের যতগুলো বই আছে, তার মধ্যে ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে পছন্দের উপন্যাস হচ্ছে রেড ফিঙ্গার। কোনভাবেই নিছক একটি রহস্যোপন্যাস বলা যাবেনা এটাকে। চরিত্রগুলো অতিমাত্রায় বাস্তবিক। বরাবরের মতন এই বইয়ের শেষেও একটা ট্রেডমার্ক ‘হিগাশিনো’ মোচড় বা টুইস্ট আছে। কিন্তু টুইস্টটা আমার মনে যেরকম প্রভাব ফেলেছিল, মনে হয়েছিল না থাকলেই ভালো হতো বুঝি। মানুষের মনঃস্তত্ত বিশ্লেষণে হিগাশিনো কতটা পারদর্শী তা বোঝা যায় এই গল্পে। প্রচ্ছদ করেছেন ওয়াসিফ নূর ভাই। কিছু কিছু ক্ষেত্রে ভাইয়া বুঝে উঠতে পারছিলেন না কিভাবে প্রচ্ছদটার কাজ এগোবেন। সেক্ষেত্রে আমার এবং অর্ণবের দেয়া পরামর্শগুলো ধৈর্য্য ধরে শুনে কাজে লাগিয়েছেন। সেজন্যে তাকে ধন্যবাদ। আশা করি বইটি আপনাদের ভাল লাগবে, প্রিয় পাঠক। সবাই ভালো থাকবেন এবং নিজের বাবা-মা’র খেয়াল রাখবেন, সেই অনুরোধটা থাকল।
সালমান হক
৬ জুলাই ২০২৩
বসুন্ধরা, ঢাকা
Meem
Can you please add Newcomer of this writer too
Fatima
দ্য নেম অব দ্য গেম ইজ কিডন্যাপিং বইটা কি দেওয়া যাবে