দিমেন্তিয়া – এম. জে. বাবু
প্রথম গ্রন্থরাজ্য প্রকাশ – জুন ২০২২
উৎসর্গ
আমার বাবা, বীর মুক্তিযোদ্ধা
আব্দুস সামাদকে
তৃতীয় সংস্করণের কথা
আসসালামু আলাইকুম।
সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য যিনি এই দুনিয়ার মালিক।
১৫-১-২০২০
দিনটা আমার জন্য কোনো সাধারণ দিন নয়। এই দিনে লেখক হিসেবে আমার আত্মপ্রকাশ ঘটে। এই দিনে বের হয় দিমেন্তিয়া। একজন নতুন লেখকের বই কিনতে গিয়ে আমাদের অনেক সন্দেহ, অনাগ্রহ কিংবা অবজ্ঞা থাকে। অবশ্য এজন্য মোটাদাগে দায়ী করব মানহীন বই প্রকাশ, যেগুলো পাঠকরা কিনে ঠকেছে। আবার নতুন প্রকাশিত সব বই-ই যে মানসম্মত, তা-ও বলছি না। তবুও, ২০২০ সালের জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে পাঠকরা আমার সাথে যে আচরণ করেছে তা আমি কখনো ভুলব না।
নতুন লেখক হিসেবে আমি নতুন লেখকের মতো কোনো প্রতিক্রিয়া পাইনি। সবাই সাদরে গ্রহণ করেছে দিমেন্তিয়া। এক মাসের মধ্যে প্রথম মুদ্রণ শেষ হয়ে যায়। প্রায় কয়েকমাস আলোচনা আর সমালোচনার শীর্ষে থাকে দিমেন্তিয়া। পিনবল কিংবা জিন, যেগুলো বের হয় এই কয়েকদিন আগে; সেগুলো আমার লেখালেখির প্রায় দুই বছর পর। হাইপ ওঠা বা তুমুল আলোচনা হওয়া স্বাভাবিক।
কিন্তু শুরুতেই আমি আলোচনায় থাকি দিমেন্তিয়া দিয়ে। একজন নতুন লেখকের বই নিয়ে আলোচনা আর সমালোচনা স্রেফ আল্লাহ তায়ালার পক্ষ থেকে রহমত। সে হিসেবে বলতে পারি, দিমেন্তিয়া আমার সবচেয়ে আলোচিত বই, যদি সময়টা বিবেচনা করি।
আমার প্রথম বই। আলাদা মায়া কাজ করে। সে হিসেবে বইয়ে অনেক দুর্বলতা ছিল। দুর্বলতা নিয়েও বইটা দুই বছর বাজারে হাঁটে। অবশেষে আমার সুযোগ হয় বইটাকে নতুন করে ঢেলে সাজানোর। আমিও নতুন মায়ের মতো, নতুন মা যেমন বাচ্চাকে নিয়ে হোঁচট খেতে খেতে তাকে যত্ন নিতে ও ভালো রাখতে শিখে যায়। আমিও বই নিয়ে চলতে চলতে বইকে ভালো করতে শিখছি। চেষ্টা করছি দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে।
এই বইয়ের প্লট ঠিক রেখে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। চেষ্টা করেছি ভুলগুলো ঠিক করতে। আশা করি পাঠকরা বইটি পড়ে এবার আরও বেশি আনন্দ পাবেন। নিজের সর্বস্ব দিয়ে সন্তানটাকে ভালো করতে চেষ্টা করেছি। কতটুকু সফল হলাম, সেটা আপনারা বিবেচনা করবেন।
একটা বই ভালো করতেও সাহায্যের প্রয়োজন। এবার সাহায্য পেয়েছি সেসব রিভিউয়ারদের থেকে, যারা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমার ভুলগুলো। আপনাদের কাছে কৃতজ্ঞ আমি। আপনারা আছেন বলেই, আমি দ্বিতীয়বার একটা ভুল করতে ভয় পাই। ধন্যবাদ জানাতে চাই বি.এম. পারভেজ রানা ও শাহরিয়ার আহমেদ সিয়ামকে।
এম. জে. বাবু
২৫-০৫-২২
সংবিধিবদ্ধ সতর্কীকরণ
বইয়ে প্রচুর রক্তারক্তির দৃশ্য আছে, বিশেষ করে প্রথম অধ্যায়ে। যারা মানসিকভাবে কিঞ্চিত দুর্বল তারা প্রথম চ্যাপ্টার এড়িয়ে যাবেন আর যারা বেশি দুর্বল তারা একেবারেই এড়িয়ে যাবেন।
Shahriar
Waiting for full book.