Tridhara – Samaresh Basu / ত্রিধারা – উপন্যাস – সমরেশ বসু
সমরেশ বসুর সাহিত্য জীবনে ‘ত্রিধারা’র একটি আলাদা গুরুত্ব আছে। ‘দেশ’ সাপ্তাহিকে উপন্যাসটি ধারাবাহিক প্রকাশিত হয়েছিল। গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৫৬-৫৭। মধ্যবিত্ত জীবনাশ্রয়ী এই উপন্যাসের ভূমিকায় লেখক বলেছিলেন–
‘দেশ’ পত্রিকায় ত্রিধারা অনেকদিন আগেই শেষ হয়েছে। তারপরে প্রায় মরীচিৎকার মতই এই আশা পোষণ করেছি বইটি আর একবার ঢেলে লিখব।
মরীচিকাই, কেননা দিনের পর দিন চলে গিয়েছে, আমার প্রতিদিনের নতুন কাজের বেড়াজাল ভেঙে নতুন করে লেখার যদিচ্ছা আর পূরণ হয়নি।
হয়নি, তবু আর ত্রিধারার গতি রোধ করা গেল না। নতুন করে লেখার উপদেশ যাঁরা দিয়েছিলেন তাঁদেরও যেন ধৈর্যচ্যুতি ঘটেছে। সুতরাং ত্রিধারা এবার মুক্ত হল আমার সাধ অপূর্ণ রেখেই।
আশা করব পুনর্মুদ্রণের সময় ত্রুটিমুক্ত হব। বর্তমান সংস্করণে আমার অনেক ত্রুটি সত্ত্বেও যদি লেখকের বক্তব্যটুকু যদি পাঠকের চোখে সঠিক উদ্ভাসিত হয়, তবেই অনেকখানি মনে করব।
বইটির উৎসর্গপত্রে ছিল:
গোপাল হালদার
শ্রদ্ধাস্পদে।
Leave a Reply