তিন গোয়েন্দা ভলিউম ১৫৬ (কিশোর থ্রিলার) – শামসুদ্দীন নওয়াব
প্রকাশক – কাজী আনোয়ার হোসেন
সেবা প্রকাশনী
প্রথম প্রকাশ – ২০২১
হ্যালো, কিশোর বন্ধুরা-
আমি কিশোর পাশা বলছি, আমেরিকার রকি বিচ থেকে। জায়গাটা লস অ্যাঞ্জেলেসে, প্রশান্ত মহাসাগরের তীরে, হলিউড থেকে মাত্র কয়েক মাইল দূরে।
যারা এখনও আমাদের পরিচয় জানো না, তাদের বলছি, আমরা তিন বন্ধু একটা গোয়েন্দা সংস্থা খুলেছি, নাম তিন গোয়েন্দা।
আমি বাঙালি। থাকি চাচা-চাচীর কাছে।
দুই বন্ধুর একজনের নাম মুসা আমান, ব্যায়ামবীর, আমেরিকান নিগ্রো; অন্যজন আইরিশ আমেরিকান, রবিন মিলফোর্ড, বইয়ের পোকা।
একই ক্লাসে পড়ি আমরা।
পাশা স্যালভিজ ইয়ার্ডে লোহা-লক্কড়ের জঞ্জালের নিচে পুরানো এক মোবাইল হোমে আমাদের হেডকোয়ার্টার।
তিনটি রহস্যের সমাধান করতে চলেছি—
এসো না, চলে এসো আমাদের দলে।
সূচীপত্র
হারানো সুর
কাহিনী রচনা: কাজী শাহনূর হোসেন
তিন গোয়েন্দায় রূপান্তর: শামসুদ্দীন নওয়াব
প্রথম প্রকাশ: ২০২১
দুঃস্বপ্নভূমি
কাহিনী রচনা: কাজী শাহনূর হোসেন
তিন গোয়েন্দায় রূপান্তর: শামসুদ্দীন নওয়াব
প্রথম প্রকাশ: ২০২১
হীরক-রহস্য
কাহিনী রচনা: কাজী শাহনূর হোসেন
তিন গোয়েন্দা সিরিজে রূপান্তর: শামসুদ্দীন নওয়াব
প্রথম প্রকাশ: ২০২১
Leave a Reply