তিন গোয়েন্দা ভলিউম ১৫৫ – শামসুদ্দীন নওয়াব
কিশোর থ্রিলার
প্রকাশক – কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনী
প্রথম প্রকাশ: ২০২১
রচনা: বিদেশি কাহিনীর ছায়া অবলম্বনে
প্রচ্ছদ: বিদেশি ছবি অবলম্বনে কোলায ভিক্টর নীল
Volume-155 TIN GOYENDA SERIES By: Shamsuddin Nawab
হ্যালো, কিশোর বন্ধুরা-
আমি কিশোর পাশা বলছি, আমেরিকার রকি বিচ থেকে। জায়গাটা লস অ্যাঞ্জেলেসে; প্রশান্ত মহাসাগরের তীরে, হলিউড থেকে মাত্র কয়েক মাইল দূরে।
যারা এখনও আমাদের পরিচয় জানো না, তাদের বলছি, আমরা তিন বন্ধু একটা গোয়েন্দা সংস্থা খুলেছি, নাম তিন গোয়েন্দা।
আমি বাঙালি। থাকি চাচা-চাচীর কাছে।
দুই বন্ধুর একজনের নাম মুসা আমান, ব্যায়ামবীর, আমেরিকান নিগ্রো; অন্যজন আইরিশ আমেরিকান, রবিন মিলফোর্ড, বইয়ের পোকা।
একই ক্লাসে পড়ি আমরা।
পাশা স্যালভিজ ইয়ার্ডে লোহা-লক্কড়ের জঞ্জালের নিচে পুরানো এক মোবাইল হোমে আমাদের হেডকোয়ার্টার তিনটি রহস্যের সমাধান করতে চলেছি—
এসো না, চলে এসো আমাদের দলে।
সূচীপত্র
- মূর্তিমান আতঙ্ক
- রহস্যময় দুর্গ
- গোপন সৈকতে
Leave a Reply