তারাবাঈ – সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
তারাবাঈ – উপন্যাস – সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
তোমার ছবির ধ্যানে, প্রিয়,
দৃষ্টি আমার পলক-হারা।
তোমার ঘরে যাওয়ার যে-পথ
পা চলে না সে-পথ ছাড়া।
হায়, দুনিয়ায় সবার চোখে
নিদ্রা নামে দিব্য সুখে,
আমার চোখেই নেই কি গো ঘুম,
দগ্ধ হ’ল নয়ন-তারা॥
Leave a Reply