টেম্পল – মূল : ম্যাথিউ রীলি / অনুবাদ : হাসান খুরশীদ রুমী
কৃতজ্ঞতা স্বীকার
এবার বিশেষ করে অনেককেই কৃতজ্ঞতা জানাতে হবে।
নাটালি ফ্রিয়ার : আমার পাতাগুলো সবার আগে পড়ে আর চল্লিশ পাতার স্তূপ করে। তাকে অনেক অনেক ধন্যবাদ তার অসাধারণ ধৈর্য, সহৃদয় এবং সমর্থনের জন্য। আমার ভাই স্টিফেন রীলিকে ম্যানুস্ক্রিপ্ট নিয়ে তার তীক্ষ্ণ মন্তব্যের জন্য। (কখনো কি বলেছি, আমার পড়া সবচে সেরা স্ক্রিনপ্লেটা তার লেখা?)
বাবা মায়ের প্রতি, তাদের ভালোবাসা, সমর্থন আর উৎসাহের জন্য। তৃতীয়বারের মতো গিনিপিগ হয়েছিল জন টেন। ধন্যবাদ তাকেও। (এখনো মনে আছে, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বসে ক্রিকেট দেখতে দেখতে ও আমার আইস স্টেশন পড়ছিল।) নিক কোজলিনা আর সিমন এই বইয়ের হিরোর চরিত্র চিনতে সহায়তা করেছে।
শেষে প্যান ম্যাকমিলানের সবার কাছে কৃতজ্ঞ আমি। আমার প্রকাশক কেট পিটারসনের জন্য ধন্যবাদ, সবকিছু তিনিই গুছিয়ে এনেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টার এই দেশে এই থ্রিলার ফিকশনটি ছাপা হল। এডিটর অ্যানা ম্যাকফারলেন আমার ভেতর থেকে সেরাটুকু বের করে এনেছেন। প্যানের প্রত্যেক সেলস রিপ্রেজেন্টেটিভকেও। সর্বক্ষণ কাজে মত্ত তারা ফন্টলাইনে। প্রতিদিন তারা বেরিয়ে পড়ে এবং সর্বক্ষণ কাজ করে দেশের সামনের সারি বই-এর দোকানগুলোতে এবং সবশেষে প্যানে আমার পাবলিশিস্ট জেন নোভাক। মায়ের মতো স্নেহ করেছেন এবং কঠিন হতে দেখেছি যখন আমি এবং রিচার্ড স্টার ন্যাশনাল রেডিওতে তাকে নিয়ে কথা বলেছি।
আর এখন। পথে নেমেছি আমরা…
Leave a Reply