টারজান রচনা সমগ্র – এডগার রাইস বারুজ
ভাষান্তর : মণীন্দ্র দত্ত ও সুধাংশুরঞ্জন ঘোষ
সম্পাদনা, ভূমিকা : তপন রুদ্র
*
প্রসঙ্গ-কথা
মানুষমাত্রেই কল্পনাপ্রবণ। আমরা কল্পনা করতে ভালোবাসি। কল্পনায় পাখায় ভর করে কতো দেশ বিদেশ ঘুরে আসি। ঘুরে আসি পরির রাজ্য থেকে। কল্পনায় আমরা রাজা সাজি, রানি হই, কখনো-বা রাজকুমার, কিংবা রাজকুমারী। কল্পনার এই জগৎকে আরো একটু উসকে দেন লেখকরা।
পৃথিবীবিখ্যাত লেখক এডগার রাইস বারুজ একজন শ্রেষ্ঠতম কল্পগল্প-লেখক। তাঁর টারজান-কাহিনীর কথা কে না-জানে। টারজান সারা পৃথিবীর শিশু-কিশোর পাঠকদের কাছে অত্যন্ত প্রিয়। টারজান কাহিনী কেবল ছোটোদের নয়, বড়দেরও ভালো লাগে। যে-কোনো বয়সের পাঠক টারজান-কাহিনী পড়ে আনন্দ পান। টারজানের সঙ্গে তাদের সখ্যতা গড়ে ওঠে।
টারজানের লেখক এডগার রাইস বারুজের মতো কল্পনাশক্তিধর মানুষ পৃথিবীতে বিরল। যেমন তার লেখার ধার তেমন তাঁর কাহিনীর গাঁথুনি।
এডগার রাইস বারুজের সবগুলো টারজান-কাহিনী নিয়ে এই গ্রন্থ। পাঠকের কাছে অত্যন্ত সুলভে আমরা এই গ্রন্থ তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আমরা প্রাণবান পাঠকের সেবায় নিয়োজিত হতে পেরে ধন্য।
–তপন রুদ্র
Leave a Reply