জোঁকা – কাসেম বিন আবু বাকার
জোঁকা – কাসেম বিন আবু বাকার
প্রথম প্রকাশ-২১ শে গ্রন্থমেলা- ২০২০ খ্রিঃ
প্রচ্ছদ : কা.ই. গোলাপ
উৎসর্গ
ফিরোজ, শাহরিয়ার, ফরহাদ, আফিয়া, আফিফা ও অগণিত কিশোর কিশোরী
.
(১) “তিনটি বস্তু মানুষকে ধ্বংস করিয়া দেয়। লোভ, হিংসা ও অহঙ্কার।” – আল-হাদিস
(২) “রাসুলুল্লাহ (দঃ) বলিয়াছেন, আমাদের কনিষ্ঠদের প্রতি যে দয়াশীল নহে, আমাদের বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল নহে, যাহা সৎ তাহা করিতে যে আদেশ দেয় না এবং যাহা অসৎ তাহা নিষেধ করে না, সে আমাদের দলভুক্ত নহে।”
বর্ণনায় : হযরত ইবনে আব্বাস (রাঃ)
—তিরমিযী
(৩) “রাসুলুল্লাহ (দঃ) বলিয়াছেন, যে যুবক বয়সের জন্য কোনো বৃদ্ধকে সম্মান প্রদর্শন করে, আল্লাহ তাহার বৃদ্ধকালে এমন একজনকে সৃষ্টি করিবেন, সে তাহাকে সম্মান প্রদর্শন করিবে।
বর্ণনায় : হযরত আব্বাস (রাঃ)
— তিরমিযী
Leave a Reply