জেমস হেডলি চেজ রচনা সমগ্র ২ – দ্বিতীয় খণ্ড
জেমস হেডলি চেজ রচনা সমগ্র ২ – দ্বিতীয় খণ্ড
অনুবাদ : পৃথ্বীরাজ সেন
প্রথম প্রকাশ : শুভ মহালয়া, আশ্বিন, ১৪০৪
.
প্রস্তাবনা
বিশ্বের রহস্য সাহিত্যের অবিসংবাদিত সম্রাট, লক্ষ লক্ষ মুগ্ধ পাঠকের একান্ত আপন, জনপ্রিয়তার স্বর্ণ শিখর প্রাঙ্গণে উপনীত এক সুমহান সাহিত্য-নায়ক জেমস হেডলি চেজের সমগ্র রচনাবলী পূর্ণাঙ্গ অনুবাদে বাঙালী পাঠক-পাঠিকার সামনে তুলে ধরায় সুমহান সারস্বত অঙ্গীকারের প্রথম পর্বটি রূপান্তরিত হবার পরে দ্বিতীয় পর্বটি উপস্থাপিত করা হলো। প্রকাশনের সঙ্গে সঙ্গে বইপাড়াতে তুমুল জনপ্রিয়তা সৃষ্টি করে জেমস হেডলি রচনা সমগ্র প্রমাণ করেছে যে আজও আমরা সৃজনশীল প্রকাশনার প্রতি কতোখানি আগ্রহী।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পৃথিবীর ধারাবাহিক ভাঙনের পঠভূমিতে গড়ে ওঠা আমেরিকার নব্য সংস্কৃতির একদিকে আকাশচুম্বী আরাম আর বিলাসের হাতছানি, অন্যদিকে লোভের বিবরে হত্যার বীভৎস মুখের বিবর্ণ মিছিল—এই দুই আপাত- বিরোধী ঘটনা পরম্পরা চেজের সংবেদনশীল মননে মূর্ত হয়ে উঠেছে। তার সঙ্গে যুক্ত হয়েছে জীবনের প্রতি তাঁর সীমাহীন আগ্রহ যা তাঁকে দাঁড় করিয়েছে নির্মম সত্যের মুখোমুখি। কখনো তিনি খোলা চোখের আয়নায় প্রত্যক্ষ করেছেন কামনা-মদির যৌবন বিলাসিনীর রতি রঙ্গকে, আবার কখনো এসে দাঁড়িয়েছেন বিকৃত সমকামের বিচিত্র ভুবনে।
মূলতঃ ‘নতুন পৃথিবী’ মার্কিন দেশের জীবনকাহিনীর সার্থক বক্তা তিনি, পথিক এক ক্লান্ত নিরলস পথ চলার। শিল্পী তিনি নয়া জীবনের কোলাজের, ভাস্কর এক অসম্ভব শরীরী প্রতিকৃতির। চেজের লেখনীর অন্তরালে লুকিয়ে আছে জীবন ও মৃত্যুর প্রতি নির্মোহ দৃষ্টিভঙ্গী ।
বর্তমান খণ্ডে সংযোজিত হয়েছে চেজ সাহিত্যের ২৩টি উজ্জ্বলতম নক্ষত্রমালা। এর মধ্যে আছে ডাবল ডিলের মতো মারাত্মক পটভূমিতে অসামান্য কাহিনী যেখানে উত্তেজনার ধাপে ধাপে আমরা পৌঁছে যাই কাঙ্ক্ষিত মুহূর্তটির সামনে।
‘দি গিল্টি আর অ্যাফ্রেড’ উপন্যাসে অসামান্য মুন্সীয়ানায় চেজ উন্মোচিত করেছেন প্রতারক মানুষের অন্তর-ইচ্ছা, সুনিপুণ লেখনীতে উদ্ভাবিত হয়েছে বিকৃত পাপের যাত্রী এক পেশাদার ক্রিমিনালের কাহিনী।
‘কাম ইজি গো ইজি’ হলো চেজের একটি বহু আলোচিত আখ্যায়িকা, এখানে অপূর্ব পরিমণ্ডলে চিত্রিত হয়েছে একদল মানুষের লোভ আর রিরংসার কাহিনী। পাপের বেতন যে মৃত্যু—সেই অমোঘ সত্যটি উচ্চারিত হয়েছে এখানে শুদ্ধতম উচ্চারণে।
চেজ সাহিত্যের সংযমী পাঠকের কাছে ‘ম্যালোরী’ চিহ্নিত হয়ে আছে অন্য আঙ্গিকের রচনা হিসেবে। চেজ এখানে তাঁর গতানুগতিক প্রথা থেকে অনেকখানি সরে এসে পৌঁছে গেছেন নিবিড় নিরবিচ্ছিন্ন অলীক মায়ার স্বপ্ন-স্নাত উপত্যকায়। অনুচ্চারিত প্রেম এসে ভোরের কুয়াশাতে ঢেকেছে তার মলিন মুখখানি, অবশেষে হয়েছে সে অন্তহীনের সঙ্গিনী।
‘এম ফর মার্ডারের’ দর্পণে প্রতিফলিত প্রচণ্ড গতিসম্পন্ন মার্কিন সভ্যতার উদ্দাম বল্গাহারা জীবন কাহিনী। আধুনিক থ্রীলার কাহিনীর অন্যতম নিদর্শন হল এটি।
নক নক হু ইজ দেয়ার-চিরন্তন চেজ সাহিত্যের আঙ্গিকে লেখা মনোরম কাহিনী এক লোভ আর লোভহীনতা, প্রেম আর প্রতিহিংসা, ব্যাভিচার আর লালসা এখানে হেঁটেছে পাশাপাশি। অবশেষে জয় হয়েছে শুভবুদ্ধির।
‘দি ওয়ার্ল্ড ইন মাই পকেট’-টানটান উত্তেজনায় ভরা জমাট গল্প এক। ব্যাপক এক বিস্তৃত পটভূমিতে একদল মানব-মানবীর অবিশ্বাস্য ইচ্ছেপূরণের করুণ কাহিনী যার অন্তিমে আছে আশাভঙ্গের হাহাকার।
‘কেড’কে নিঃসন্দেহে আমরা চিহ্নিত করতে পারি চেজের অন্যতম শ্রেষ্ঠ কাহিনী হিসেবে। এক ভাগ্য-বিড়ম্বিত শিল্পীসত্তার আকাশ ছোঁয়া অভিলাষ আর মনভরা ব্যর্থতার কাহিনী তুলে ধরেছেন চেজ। শেষ দৃশ্যে কেডের অশ্রুসজল পরিণতি চোখের কোণে নিয়ে আসে অনুচ্চারিত বেদনা-বোধ, মনের অজান্তে আমরা কখন একাত্ম হই তার ব্যর্থতা আর হাহাকারের সঙ্গে।
‘ডেভিল’ হল চেজের সেক্স ক্রাইম থ্রীলারের অনবদ্য উদাহরণ-ক্ষণে ক্ষণে ঝলসে ওঠে প্রচণ্ড শরীর লোভ। অসম্ভব সুন্দরী ললনারা তাদের কামবিহ্বল চোখের কোণে কোণে জ্বেলে দেয় স্পর্শসুখের অনুভূতি। যৌনতার আড়ালে নির্লজ্জ ক্রাইমের অনুপ্রবেশ আমাদের পৌঁছে দেয় কাঙিক্ষত মুহূর্তটিতে।
‘শক ট্রিটমেন্ট’ এক বিচিত্র প্রেক্ষাপটের কাহিনী। এখানে আমরা বন্দী সবাই অদ্ভূত এক লোভের বন্ধ কারায়। আমাদের সকলের গভীরে গোপনে যে ঈর্ষা জেগে থাকে সদা-সর্বদা, বিষাক্ত সঙ্গিনীর মতো যে ছোবল মারে যখন হঠাৎ সেই লালসার অশ্রুসিক্ত কাহিনী বিধৃত হয়েছে এখানে।
‘প্য ইন দ্য বটলে’ চেজ নিজেকে পৌঁছে দিয়েছেন ধ্রুপদী রচনার উপত্যকায়। রহস্য কাহিনীর পরিচিত আবরণ ছিঁড়ে ভোরের সূর্যের মত উদ্ভাস তিনি, তূণে তাঁর চিরজীবী কাহিনীর তৃণ তা দিয়ে তিনি অকারণে বিদ্ধ করেন মানুষকে। রক্তাক্ত রুমালে শুষে নেন চেতনা তার মায়াবী যাদুকরের মতো।
‘স্ট্রিকলি ফর ক্যাশ’ গতানুগতিক চেজ কাহিনীর উজ্জ্বলতম নিদর্শন। প্রচণ্ড গতিকে অবলম্বন করে কাহিনী পৌঁছে গেছে তার ইস্পিত অন্তিমে । রেখে গেছে শিহরিত ঘটনার বিস্ফোরণকে ।
আবার ‘হনিমুন’ হল সম্পূর্ণ আলাদা আঙ্গিকে লেখা দুরন্ত দুর্বার প্রেমের উপাখ্যান ! চেজ এখানে আর এক রহস্যসন্ধানী, কলম আরও তীক্ষ্ণ চাবুকের মত শাসন করছে অপরাধীকে। দুটি চোখ অনুসন্ধিৎসার আগুনে হয় উদ্দীপ্ত, তাতে জ্বলছে এখন প্রচণ্ড শরীর তৃষা। নিলাজ প্রেমের সম্পর্কে বহিঃপ্রকাশে হনিমুন সেজেছে ব্রীড়াবনতা বধূর বেশে।
‘হ্যাভ দিস ওয়ান অন মিতে আবার তিনি ফিরে এসেছেন পুরোনো পথে প্রচণ্ড লোভের সুচতুর অন্বেষণে এক মুহূর্তে প্রকাশিত রহস্যের অন্তরালে লুকিয়ে থাকা মানুষটি, প্রখর রৌদ্রালোকে উদ্ভাস তার মুখখানি ।
‘হিট অ্যান্ড রান’ একটি সুখপাঠ্য থ্রীলার। যে ধরণের গল্প লেখার জন্যে চেজের ভুবনজোড়া খ্যাতি তারই নিদর্শন আছে এই কাহিনীতে। হঠাৎ আলোর ঝলকানির মতো ক্ষণে ক্ষণে উদ্ভাস হয়েছে উপ-কাহিনী, যেন স্বপ্নের আকাশে পাখা মেলেছে তন্ময়তার অনুভূতি ।
‘ডাবল ডিল’ এর দর্পণে প্রতিফলিত ক্ষয়িষ্ণু মার্কিন জগতের ভঙ্গুর প্রতিচ্ছবি, মানুষের লোভ জিঘাংসা হাহাকার লালসার অন্ধকার কাহিনী, শাখাপ্রশাখায় বিস্তৃত গঠন সম্ভার পাঠককে আকর্ষণ করে শেষ মুহূর্ত পর্যন্ত। পলে অনুপলে বিধৃত মানবিকতা, ক্রম বর্ধমান পাপের অনিবার্য পরিণতিতে নিশ্চিত মৃত্যুর হাতছানিতে আমরা হই চমৎকৃত।
‘হিট দেম হোয়্যার ইট হার্টস:উপন্যাসে বিধৃত হয়েছে রুদ্ধশ্বাস উত্তেজনা আর দুর্মর উন্মাদনার সজীব উপাখ্যান-অন্তিমে এসেছে কাঙ্ক্ষিত পরিণতি ।
জেমস হেডলী চেজ রচনা সমগ্রের এই খণ্ডটি পড়তে পড়তে আপনারা পৌঁছে যাবেন শঙ্কিত আনন্দের উপত্যকায়—এই কামনায় ইতি টানছি প্রস্তাবনায়।
অচিরেই আত্মপ্রকাশ করবে তাঁর বাকী রচনা নিয়ে তৃতীয় বা শেষ খণ্ডটি তখন আপনারা সমগ্র চেজ কাহিনীর পূর্ণাঙ্গ অনুবাদ পাঠের অনাস্বাদিত তৃপ্তি লাভে সমর্থ হবেন।
প্রীতি ও শুভেচ্ছায়
পৃথ্বীরাজ সেন
শুভ রাসযাত্রা
১৪০৪ বঙ্গাব্দ
Leave a Reply