জুনু আপা ও অন্যান্য গল্প – শওকত ওসমান
কথকতার আগে
পুস্তক-আকারে গল্প পরিবেশন লেখকদের পক্ষে আজ-কাল দুঃসাধ্য ব্যাপার। তবু শেষ পর্যন্ত এই দুঃসাহসিক অভিযানের ইতি ঘটল। অবশ্য প্রায় গল্প চার পাঁচ বছর—কি তারও বহু আগে লেখা।
পুস্তক মুদ্রণে সাহায্য পেয়েছি আমার মাদ্রাসা-জীবনের সহধ্যায়ী মৌলানা নুরুল হোসাইন ও ম্যানেজার আজহার হোসেন সাহেবের কাছ থেকে। ইস্লামিয়া প্রেসের মেসিনম্যান ঠাণ্ডা মিয়া, কম্পোজিটার মৌলবী জহুর আহমদ ও অন্যান্য কর্ম্মচারীগণ যথেষ্ট সযত্ন-সহৃদয়তা দেখিয়েছেন। আরো নানা ভাবে সাহায্য করেছেন মিঃ এম, আনোয়ার ও মোহাম্মদ ইসমাইল সাহেব। আমি তাঁদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগুন—ব্রিগেডিয়ার বন্ধুবর ময়ীদুর রহমান আমার ধন্যবাদের আদৌ মুখাপেক্ষী নয়। তাই দাহ্য-মান কাগজের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা আর বেশীক্ষণ রক্ষা অযৌক্তিক।
শ. ও.
Leave a Reply