জীবনে-সমাজে-সাহিত্যে – আহমদ শরীফ
জীবনে-সমাজে-সাহিত্যে – আহমদ শরীফ। ‘জীবনে-সমাজে-সাহিত্যে’ প্রকাশিত হয় নভেম্বর ১৯৭০ (অগ্রহায়ণ ১৩৭৭); উৎসর্গ করেন পিতা আবদুল আজিজকে। এই গ্রন্থে মোট ৩০টি প্রবন্ধ সংকলিত হয়েছে। বেশিরভাগ বাংলা সাহিত্য বিষয়ক।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply