জবরখাকি – বর্ণালী সাহা
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৩
প্রচ্ছদ: রাজীব দত্ত
উৎসর্গ
নিক, নীল, রোজম্যারি
ভূমিকা
জবরখাকিতে সন্নিবিষ্ট হলো গত তিন বছরে লেখা আটটি ক্ষুদ্র, দীর্ঘ ও অতিদীর্ঘ গল্প। এদের মাঝে সংক্ষিপ্ততম গল্পগুলি কুশলী সাহিত্যসম্পাদক বন্ধুদের ফরমায়েশের ফসল। দীর্ঘ গল্পগুলির অন্যতম ‘মনোভূমি’তে ব্যবহৃত যশোর-ঝিনাইদহের কথ্যভাষা এবং তদ্সংশ্লিষ্ট শব্দ/বাক্যগুলি শুধরে দেওয়ার জন্য কথাসাহিত্যিক মাসুমুল আলমের প্রতি কৃতজ্ঞতা রইল। একই গল্পে পালাগানের রূপে বিধৃত কুকুয়ার আখ্যান অংশটি কবি চন্দ্রাবতীর রামায়ণ থেকে নেওয়া। বাদবাকি সকল লৌকিক ছড়া, গান, কথামালা ও পাঁচালীর ভগ্নাংশ গ্রন্থকারের নিজস্ব সৃষ্টি। নামগল্প ‘জবরখাকি’ ল্যুইস ক্যারলের Jabberwocky কবিতার শিরোনামের বাংলা অনুবাদের কাছে ঋণী। সত্যজিৎ রায়ের উদ্দেশে টুপির প্রান্তদেশ ছুঁইয়ে সেলাম।
Leave a Reply