জনসভার সাহিত্য – বিনয় ঘোষ / প্রথম প্রকাশ : ১৫ আশ্বিন ১৩৬২
বাংলার তরুণ লেখকদের
ও
উদ্যোগী প্রকাশকদের
বইখানি উৎসর্গ করলাম
—গ্রন্থকার
.
পরিমার্জিত সংস্করণ প্রসঙ্গে প্রকাশকের কথা
‘জনসভার সাহিত্য’ প্রথম প্রকাশিত হয় ১৩৬২ সালের আশ্বিন মাসে, সারস্বত লাইব্রেরি থেকে। পরিবর্ধিত সংস্করণ বেরয় কার্তিক ১৩৮৫, ইংরেজি ১৯৭৮ সালে। বিনয় ঘোষের নতুন ভূমিকাসহ।
সেই পরিবর্ধিত সংস্করণ অবলম্বনে আমাদের পরিমার্জিত সংস্করণ। পুরোনো কপিতে থাকা মুদ্রণপ্রমাদ এবং পাঠ্যবিষয়ে অনবধানবশত থেকে যাওয়া কিছু ভুল এই সংস্করণে সংশোধন করা হয়েছে। কোথাও নোট বা টীকা দেওয়া হয়েছে। সংযোজিত হয়েছে নির্ঘণ্ট। সমগ্রত সম্পাদনার কাজটি করেছেন শ্রী সত্যব্রত ঘোষাল। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।
.
‘জনসভার সাহিত্য’ পাঠ্যপুস্তক—শ্রেণির ‘সাহিত্যের ইতিহাস’ নয়। বরং একে সাহিত্যিকের ইতিহাস, তাঁর সমাজের ইতিহাস এবং তাঁর পেট্রন রাজা—রাজড়া, মুদ্রক প্রকাশক ও পাঠকদের ইতিহাস বলা যায়। এঁদের সকলের ব্যক্তিগত জীবন থেকে অনেক কাহিনিরও অবতারণা করেছি বইয়ের মধ্যে, আলোচ্য বিষয়টিকে জীবন্ত করবার জন্য। তথ্যের মতন কাহিনিগুলিও ঐতিহাসিক সত্য। আসল কথা যা বলতে চেয়েছি তা খুবই সহজ কথা। প্রাচীন ও মধ্যযুগে যে—সাহিত্য রাজসভায় বন্দী ছিল, সেই সাহিত্য কীভাবে ধীরে ধীরে মুদ্রক ও প্রকাশকদের সাহায্যে, নবযুগের বিচারবুদ্ধিসম্পন্ন পাঠকদের তাগিদে, জনসভামুখী হচ্ছে, এই হল বইখানির আসল আলোচ্য বিষয়। ‘জনসভার সাহিত্য’ এ ছাড়া আর কোনো বিষয়ের ইতিহাস নয়।
বিনয় ঘোষ
Leave a Reply