গীতিগুচ্ছ – সুকান্ত ভট্টাচার্য Book Content ওগো কবি তুমি আপন ভোলা এই নিবিড় বাদল দিনে গানের সাগর পারি দিলাম হে মোর মরণ দাঁড়াও ক্ষণিক পথিক হে শয়ন শিয়রে ভোরের পাখির রবে ও কে যায় চলে কথা না বলে দিও না যেতে হে পাষান আমি নির্ঝরিণী শীতের হাওয়া ছুয়ে গেল ফুলের বনে কিছু দিয়ে যাও এই ধূলিমাখা পান্থশালায় ক্লান্ত আমি ক্লান্ত আমি কর ক্ষমা সাঁঝের আঁধার ঘিরল যখন কঙ্কণ-কিঙ্কিণী মঞ্জুল মঞ্জীর ধ্বনি মেঘ-বিনিন্দিত স্বরে গুঞ্জরিয়া এল অলি কোন অভিশাপ নিয়ে এল এই ভুল হল বুঝি এই ধরণীতলে মুখ তুলে চায় সুবিপুল হিমালয় ফোটে ফুল আসে যৌবন লেখক: সুকান্ত ভট্টাচার্যবইয়ের ধরন: গান / গানের বই
Leave a Reply