গীতবিতান ছুঁয়ে বলছি ১ (প্রথম খণ্ড) – সমরেশ মজুমদার
প্রথম প্রকাশ : জানুয়ারি ২০১৪
শ্রীনির্মলকুমার সাহা
সাহিত্যম্
প্রচ্ছদ : দেবাশীষ সাহা
.
উৎসর্গ
অঞ্জন সিনহা
স্নেহাস্পদেষু
.
নিবেদন
ভারতবর্ষের আদালতে হিন্দু সাক্ষীকে গীতা স্পর্শ করে শপথ নিতে হয় যে তিনি মিথ্যে সাক্ষ্য দেবেন না। যেহেতু আমি, আরও লক্ষ লক্ষ বাঙালির মত ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত হিন্দুধর্মাচরণ না করতে অভ্যস্ত হয়ে গেছি এবং গীতাকে অত্যন্ত মূল্যবান গ্রন্থ মনে করেও তা নিয়মিত পাঠ করার তাগিদ অনুভব করিনা অথচ সুখে দুঃখে, সকলের সঙ্গে অথবা নিঃসঙ্গ অবস্থায় গীতবিতানের গানগুলো আমার বন্ধু হয়ে ওঠে।
আমার সমস্ত বিশ্বাসের আকর এই গ্রন্থটি ছুঁয়ে আমি অসত্য কথা বলতে পারিনা। এই রম্যরচনাটি যখন ‘প্রতিদিন’ পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছিল তখন শিরোনাম দিয়েছিলাম, ‘গীতবিতান ছুঁয়ে বলছি’ তাই এই রচনাগুলোয় কোন ভাঁওতা নেই।
সমরেশ মজুমদার
Leave a Reply