গড়িয়াহাট ব্রিজের উপর থেকে, দুজনে – গৌরকিশোর ঘোষ
প্রথম সংস্করণ : জানুয়ারি ১৯৭২। আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। ফণিভূষণ দেব কর্তৃক ৪৫ বেনিয়াটোলা লেন, কলকাতা ৯ থেকে প্রকাশিত। প্রচ্ছদ : ‘পূর্ণেন্দু পত্রী। উৎসর্গ : ‘অরুণকুমার সরকার, নীরেন্দ্রনাথ চক্রবর্তী–আমার দুই প্রিয় কবি এবং বন্ধুকে। দাম চার টাকা।
ভূমিকায় গৌরকিশোর ঘোষ জানাচ্ছেন, “যদিও কোনও আপাত-মিল চোখে পড়ে না, তবু ইংরাজি ১৯৬৩ সালে প্রকাশিত ‘মনের বাঘ’, ১৯৬৬ সালে প্রকাশিত ‘লোকটা’ এবং ১৯৭২-এ প্রকাশিত ‘গড়িয়াহাট ব্রিজের উপর থেকে, দুজনে’–এই তিনটি উপন্যাসকে আমি ট্রিলজিই বলছি। কেননা এই তিনটি উপন্যাসে সেই একই আত্ম-উন্মোচন—আমি আমাকেই উলটে-পালটে দেখার চেষ্টা করেছি। অনুসন্ধানও সেই সনাতন, আমি কে এবং আমি কী?”
Leave a Reply