খোয়াবনামা আখতারুজ্জামান ইলিয়াস এর আনন্দ পুরস্কার জয়ী উপন্যাস। Book Content ০১. পায়ের তলা কাদা ০২. পেটে খিদের খোঁচা ০৩. গফুর কলুর ওপর রাগ ০৪. ক্যা গো, নিন্দা পাড়ো ০৫. আউশের নতুন চালের ভাত ০৬. নিজের গ্রামে বর্গাচাষী ০৭. সকালের পান্তা সব ঘাম হয়ে ০৮. বাড়িতে তমিজের বাপ ০৯. কুলসুমের গলার তেজে ১০. ভাদ্র গেলো, আশ্বিন গেলো ১১. মোষের দিঘি ১২. বালিশের নিচে মানকচুপাতা ১৩. প্রশান্ত কম্পাউনডারের ভবিষ্যদ্বাণী ১৪. হুমায়ুনের চল্লিশার ধুম ১৫. প্রস্রাবে রক্তের ধারা ১৬. মরার কথা ইশারায় জানিয়ে দিয়ে ১৭. ধান কাটার দিন ১৮. ইসমাইল হোসেনের বাড়িতে ১৯. ডাক্তার শামসুদ্দিন খোন্দকার ২০. একে এক দুয়ে দুই ২১. ধান যে তমিজের আরেকটু প্রাপ্য ২২. তোর জন্যে দেরি ২৩. কোরান ও সুন্নার আদের্শ জীবন যাপন ২৪. কালাম মাঝির নৌকা ২৫. এখন মানুষটাকে নিয়ে কুলসুম করে কী ২৬. কুলসুমের হাতের তালুর স্পন্দনে ২৭. পোড়াদহের মেলা ২৮. তমিজের বাপ, কথা কও না ২৯. কাৎলাহার বিলের পশ্চিমপাড়ে ৩০. লাল পাগড়িওয়ালারা ৩১. চারদিকে আগুনের শিখা ৩২. বাঙালি নদীর কোলে ৩৩. মুকুন্দ সাহার দোকানে ৩৪. নারায়ে তকবির—আল্লাহু আকবর ৩৫. অমাবস্যার রাত ৩৬. এটা আমার জায়গা ৩৭. কামারপাড়ার হত্যাকাণ্ডে ৩৮. কামারপাড়ায় আগুন লাগিয়ে ৩৯. টাউনের বড়ো রাস্তা জুড়ে ৪০. অনেক রাতে বৈকুণ্ঠ আসে ৪১. কালাহার বিলে জাল ফেলার সুযোগ ৪২. তমিজ আজ এতো রাত করে ৪৩. মাঝরাত না ভোরবেলা ৪৪. জুম্মাঘরে কুদুস মৌলবির মিলাদ ৪৫. কালিতলায় আবদুল আজিজের নতুন বাড়ি ৪৬. এদিক ওদিক থেকে নানারকম খবর ৪৭. অপশন দিয়ে পাকিস্তানে এসে ৪৮. পোড়াদহ মেলার আগের দিন ৪৯. কেষ্ট পালের মুখে থমথমে মেঘ ৫০. কামিজের ওপরে ওড়না 1 of 2 লেখক: আখতারুজ্জামান ইলিয়াসবইয়ের ধরন: উপন্যাস
Leave a Reply