কাজী মাহবুব হোসেন আগে থেকেই আমার শ্রদ্ধার পাত্র। কিন্তু এই গল্পটা খুব একটা জাতের হলো না। সেসিলার অংশটুকু বাদ দিলে হয়তো আরেকটু উপভোগ্য হতো।
@মডারেটর/এডমিন, ওয়েবসাইটের ক্যাটাগরিতে কিছু বিষয় ঠিক করা দরকার। নীচের দুটো লিংক দিচ্ছি – সবই ওয়েস্টার্ন কিন্তু এক লিংকের বইগুলো অন্য লিংকে দেখাচ্ছে না। আলাদা ক্যাটাগরিতে পড়ে গেছে সম্ভবত। দেখবেন ঠিক করা যায় কিনা।
দারাশিকো (darashiko.com)
কাজী মাহবুব হোসেন আগে থেকেই আমার শ্রদ্ধার পাত্র। কিন্তু এই গল্পটা খুব একটা জাতের হলো না। সেসিলার অংশটুকু বাদ দিলে হয়তো আরেকটু উপভোগ্য হতো।
@মডারেটর/এডমিন, ওয়েবসাইটের ক্যাটাগরিতে কিছু বিষয় ঠিক করা দরকার। নীচের দুটো লিংক দিচ্ছি – সবই ওয়েস্টার্ন কিন্তু এক লিংকের বইগুলো অন্য লিংকে দেখাচ্ছে না। আলাদা ক্যাটাগরিতে পড়ে গেছে সম্ভবত। দেখবেন ঠিক করা যায় কিনা।