ক্ষমা – কাসেম বিন আবুবাকার
প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০১২
উৎসর্গ – নাতি নাদিম ও নাতবৌ রোজ, তোমাদের দাম্পত্য জীবন সুখের ও শান্তির হোক
(১) “তুমি ক্ষমা অভ্যাস কর, সৎ কাজের আদেশ দাও এবং অজ্ঞদের উপেক্ষা কর।”
আল-কুরআন-সূরা-আরাফ, আয়াত-১৯৯, পারা-৯
(২) “যে তোমাদের মধ্যে স্বভাব-চরিত্রে সর্বোত্তম, আমার নিকট তোমাদের মধ্যে অধিক প্রিয়।”
বর্ণনায় : আব্দুল্লাহ বিন আমর (রাঃ)-বুখারী
(৩) “ইমরানের পূত্র মুসা (আঃ) জিজ্ঞাসা করিয়াছিলেন, হে প্রভূ। তোমার নিকট সর্বাপেক্ষা সম্মানিত বান্দা কে? আল্লাহ বলিলেন, ক্ষমতাশীল হইয়াও যে ক্ষমা করে।”
বর্ণনায় : হযরত আবু হোরায়রা (রাঃ)-বাইহাকী
ইবনুল আরাবী
আমি জোরদার দাবি জানাচ্ছি! প্রতিটি গল্প মনে হয় এই খানে শেষ করা হয়নি। কেন করা হয় নি? জানতে চাই। এমন জায়গায় এসে শেষ হয় যার পরে আরও অনেক লেখা বাকী থাকে। যেটা মানতে রাজি না আমি