কিশোর গল্প – বুদ্ধদেব গুহ
সম্পাদনা : মানস ভাণ্ডারী
প্রথম প্রকাশ : বইমেলা, জানুয়ারি ২০২১, মাঘ ১৪২৭
উৎসর্গ
শ্রীমান উন্মুক্ত দত্ত
কল্যাণীয়াসু
.
লেখকের কথা
এ যাবৎ বিভিন্ন পত্র-পত্রিকাতে ছোটোদের লেখা অনেকই লিখেছি৷ কিন্তু দুর্ভাগ্যবশত তার কোনো প্রতিলিপি আমার কাছে রাখিনি৷ এবং সেসব পত্র-পত্রিকা হারিয়েও গেছে৷ নবকল্লোলের কর্মী এবং সুলেখক শ্রী মানস ভাণ্ডারীর সনির্বন্ধ অনুরোধে সেইসব ছোটো গল্পের একটি সংকলন প্রকাশের অনুমতি আমি দেব সাহিত্য কুটীরকে দিলাম৷ এতে আমি উপকৃত হলাম, কারণ এইসব গল্পগুলি বিভিন্ন পত্র-পত্রিকা থেকে শ্রী ভাণ্ডারী সংগ্রহ করে এই কর্মটি সুসম্পন্ন করলেন৷ এটি তিনি না করলে হয়তো গল্পগুলি চিরতরে হারিয়েই যেত৷ তবে সব গল্পই যে উনি খুঁজে পেয়েছেন হয়তো তা নয়৷ তবে বয়স হওয়াতে আমারও স্মৃতিবিভ্রম হয়; তাই আমি নিজেও মনে করতে পারি না কোথায় কী লিখেছিলাম এই দীর্ঘ পঞ্চাশ বছরে৷
এই সংকলনের সামগ্রিক কৃতিত্ব শ্রী ভাণ্ডারীরই প্রাপ্য৷
বিভিন্ন সময়ে লেখা বিভিন্ন ধরনের এই লেখাগুলি আশা করি পাঠক-পাঠিকাদের ভালো লাগবে৷ এতে যেমন কিছু পাকা গল্প আছে, কাঁচা হাতের গল্পেরও খামতি নেই৷ কাঁচা-পাকা দুই ধরনের গল্পই পাঠক-পাঠিকারা নিজগুণে পড়ে আমাকে কৃতার্থ করবেন, এই আশা করি৷
.
কিছু কথা
বুদ্ধদেব গুহ মানেই প্রকৃতি, জীবজন্তু এবং মানবজীবনের এক আশ্চর্য কথকতা৷ তাঁর কবিত্বময় সুস্বাদু বিরল উচ্চারণের মধ্যে আরও মিশে থাকে ব্যতিক্রমী কাহিনি, জীবনদর্শন এবং গভীর এক আন্তরিক উদ্ভাসন৷
ছোটদের জন্য তাঁর রচনাগুলিতেও এই অনুপম জ্যোৎস্নার স্নিগ্ধতা ছড়িয়ে আছে সর্বত্র নানান অনুষঙ্গ এবং অনুসন্ধানে৷
হাস্যরস, কৌশলী কৌতুক, বিবেকবোধ, গল্পবীজের স্বাতন্ত্র্য প্রভৃতির মিশ্রণে তাঁর কিশোর রচনাগুলি সজীব, সুখপাঠ্য এবং আশ্চর্য আকর্ষণীয় হয়ে উঠেছে৷
এই গ্রন্থ কিশোর ছেলেমেয়েদের জন্য বুদ্ধদেব গুহ সৃজিত বর্ণময় বিশ্বের আনন্দ-দরজার একটি যত্নশীল উন্মোচন৷
গল্প সংগ্রহে যথেষ্ট সহায়তা করেছেন শ্রী সমুদ্র বসু৷ তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই৷ ধন্যবাদ জানাই দেব সাহিত্য কুটীরের কর্ণধার শ্রীমতী রূপা মজুমদারকে৷ এই গ্রন্থের প্রকাশ তাঁর উৎসাহ ও আগ্রহেই সম্ভব হয়েছে৷
পাঠকদের কাছে এটি একটি তৃপ্তিময় মুগ্ধতা হিসাবে প্রতিষ্ঠিত হবে—এমত আশা ও বিশ্বাসেই তাঁদের জন্য এই আয়োজন৷
নিবেদক
মানস ভাণ্ডারী
Leave a Reply