কালোমেয়ে – কাসেম বিন আবুবাকার
একুশে বইমেলা ২০১৭
.
উৎসর্গ : উদীয়মান তরুণ ঔপন্যাসিক মজহারুল পারভেজ (স্বপন)
আমার খু……উ……ব প্রিয় একজন
.
ভূমিকা
“শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম দাতা দয়ালু”
সুন্দর-অসুন্দর, কালো-ফর্সা সবকিছু আল্লাহপাকের সৃষ্টি। এ কথা আস্তিক মাত্রেই স্বীকার করে। কিন্তু অসুন্দর বা কালোকে ছেলে-মেয়ে কেউই গ্রহণ করে না। ছেলেদের মধ্যে প্রায় সেমপার্সেন্ট এই রকম মেয়েকে বিয়ে করতে চায় না। আর মেয়েরাও তাই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের মতামতের দাম দেয়া হয় না। আবার অনেক ক্ষেত্রে গার্জেনদের চাপে পড়ে অথবা অর্থনৈতিক কারণে মেয়েরা অনিচ্ছা সত্ত্বেও অসুন্দর বা কালো ছেলে বিয়ে করতে বাধ্য হয়।
এই উপন্যাসের নায়িকা কালো। শুধু কালো নয়, অসম্ভব কালো। এই কারণে ছোটবেলা থেকে সবাইয়ের কাছে উপেক্ষিতা। তাই জ্ঞান হবার পর প্রতিজ্ঞা করে, ডাক্তার হবে এবং চিরকুমারী থেকে গ্রামের দুঃস্থ মানুষের সেবা করে জীবন কাটিয়ে দেবে। কিন্তু মেডিকেলে পড়ার সময় ভাগ্যের বেড়াজালে জড়িয়ে পড়ল।
পাঠকবর্গ, বইটা পড়লেই জানতে পারবেন, সে ভাগ্যের বেড়াজালে পড়ে তার প্রতিজ্ঞা রক্ষা করতে পারল কিনা।
ওয়াস সালাম
৭ই বৈশাখ ১৪০১ বাংলা
৮ই জিলক্বদ ১৪১৪ হিজরি
২০শে এপ্রিল ১৯৯৪ইং
Leave a Reply