কালোঘোড়া – সরোজকুমার রায়চৌধুরী
কালোঘোড়া – সরোজকুমার রায়চৌধুরী
প্রকাশকাল – ১৩৫৩ সন
.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ন্যায়-নীতি মনুষ্যত্ব বিবর্জিত পটভূমিতে ‘কালো ঘোড়া’ উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে। নিষ্ঠুরতার বীভৎস আবহাওয়ায় পাঠকের নিঃশ্বাস যখন রুদ্ধ হয়ে আসে, তখন আকস্মিক ভাবেই ভালবাসার দক্ষিণা বাতাস ক্রূর নায়ককে শান্ত করে, পাঠকও লেখকের কাহিনী-বয়নের নৈপুণ্যে চমৎকৃত হন এবং এক অসামান্য তৃপ্তি লাভ করেন। ‘কালোঘোড়া’ উপন্যাস দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের একটি সামাজিক দলিল।
.
Leave a Reply