কালীমূর্তি রহস্য ও কালী সাধনার কথা – স্বামী বেদানন্দ
প্রথম প্রকাশ – আগষ্ট, ২০১৪
প্রচ্ছদ-শিল্পী – শ্রীসঞ্জয় মাইতি
উৎসর্গ
মা ভবতারিণীর পাদপদ্মে শরণাগতভাবে এই বইটি উৎসর্গ করা হল।
মাতৃচরণাশ্রিত
—লেখক
লেখকের নিবেদন
ভারত তথা বাংলার দেবদেবীদের মধ্যে মা কালীর প্রাধান্য সবচেয়ে বেশি। বাংলার প্রতি শহর ও গ্রামের বুকে একাধিক কালীমন্দির রয়েছে। সেসব মন্দিরের গর্ভগৃহে পরমাশক্তিময়ী মা কালী বিরাজমানা। মাতৃসাধক শ্রীরামকৃষ্ণ বলেছেন, ”কলিতে মা কালী এবং কৃষ্ণ অধিক জাগ্রত। এঁদের সাধনায় সহজে সিদ্ধিলাভ হয়।” বলতে কি কালী মা সকলের কাছেই বিশেষ আকর্ষণ ও ভালোবাসার পাত্র। কিন্তু কালীমূর্তি দর্শন করলে মনে ভয় জাগে অনেকের, অথচ মা কালীই হলেন সর্বাপেক্ষা করুণাময়ী এবং কৃপাময়ী। তিনি ভক্ত-সন্তান স্নেহে আতুরা, তাঁর হৃদয়-মন সর্বদা ভক্তবৎসলা তথা সন্তানস্নেহে ভরপুর। অল্প ডাকলেই তিনি সাধক তথা সাধারণ জনের মনের বাসনা পূরণ করেন। তিনি ধর্ম-অর্থ-কাম ও মোক্ষদা দেবী। তাঁকে স্বরূপগত জানলে এবং তাঁর শরণাগত হলে মানুষের সমস্ত অভীষ্ট সিদ্ধ হয়। এসব কারণেই বইটিতে মাতৃমূর্তি রহস্য, তাঁর কৃপা সহজে লাভ করার জন্য আরাধনার রহস্য, তাঁর প্রিয় স্তোত্র ও সঙ্গীত একসঙ্গে সংযোজন করে লেখা হল। বইটি পাঠ করে সকলেই যে দারুণভাবে উপকৃত হবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
নিবেদক—
স্বামী বেদানন্দ
জন্মাষ্টমী
১৪১৭
Leave a Reply