কামিনী কাঞ্চন – কাসেম বিন আবুবাকার
প্রথম সংস্করণ – একুশে বইমেলা ২০১৭
উৎসর্গ
বাংলাদেশের প্রথম শ্রেণির পুস্তক প্রকাশক ও আমদানিকারক, যাঁর কাছে আমি চিরঋণী সেই মল্লিক ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী স্বনামধন্য হাজী রজব আলি মল্লিকের কর-কমলে।
ভূমিকা
মহান রাব্বল আল-আমিনের নামে শুরু করছি—
পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, যারা কামিনী (নারী) ও কাঞ্চন (অর্থ সম্পদ) লাভের জন্য বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে সব রকমের গর্হিত কাজ করতে এতটুকু দ্বিধাবোধ করেন না। কিন্তু তারা জানেন না, সবকিছুই সৃষ্টিকর্তা আল্লাহ পাকের হাতে। তিনিই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশক্তিমান একক প্রভু। তাঁর সমতুল্য কেউ নেই। তিনি যাকে ইচ্ছা ধনী অথবা গরিব করেন। যাকে ইচ্ছা সুখী অথবা দুঃখী করেন। কেন করেন, তা তিনিই জানেন। কোনো মানুষেরই পক্ষে তা জানা সম্ভব নয়। যারা জেনে বা না জেনে আল্লাহ পাকের আইনের পরিপন্থি কাজ করছেন, তারা যে কতবড় মূর্খতার পরিচয় দিচ্ছেন, তা তারা একটু চিন্তা করলেই বুঝতে পারতেন।
এই উপন্যাস একজন নায়ক ও দু’জন নায়িকাকে নিয়ে রচিত। এটা পড়ে পাঠকবর্গ যেমন আনন্দ-বেদনা উপভোগ করবেন, তেমনি উল্লিখিত কথাগুলো সত্য-মিথ্যা যাচাই করতে পারবেন।
ওয়াস সালাম
৩০ শে আষাঢ়-১৪০১ বাংলা
৪ঠা সফর-১৪১৫ হিজরি
১৪ই জুলাই ১৯৯৪ ইং।
“হে বিশ্বাসীগণ! তোমাদের ধন-সম্পদ ও তোমাদের সন্তান-সন্ততি তোমাদিগকে যেন আল্লাহ তায়ালার স্মরণ হইতে গাফেল করিতে না পারে, আর যাহারা এইরূপ করিবে, তাহারাই ক্ষতিগ্রস্ত হইবে।”
আল-কোরআন-সূরা মুনাফেকুন, আয়াত-৯, পারা-২৮।
ইবনুল আরাবী
উনার বাকি উপন্যাস গুলো আপনার এখানে নেই কেন? আশা করছি বাকি গুলোও এড করবেন।
faruk
সব গুলা বই এখানে দিলে ভালো হবে