কাঁটায়-কাঁটায় ৬ – ষষ্ঠ খণ্ড – নারায়ণ সান্যাল
পি. কে. বাসু—কাঁটা সিরিজের গোয়েন্দা কাহিনী
- ড্রেস-রিহার্সালের কাঁটা
- মোনালিজার কাঁটা
- ইস্কাপন-বিবির কাঁটা
- হরিপদ কেরানির কাঁটা
প্রথম প্রকাশ : কলকাতা পুস্তকমেলা জানুয়ারি 2003, মাঘ ১৪০৯
[ কৈফিয়ৎ : কাঁটায়-কাঁটায় সংকলন-গ্রন্থের পঞ্চম ও ষষ্ঠ খণ্ড একই সঙ্গে প্রকাশিত হল। এ পর্যন্ত কাহিনীগুলি কালানুক্রমিকভাবে সাজানো গিয়েছিল। শুধু ‘ব্যতিক্রম নিয়মের পরিচায়ক’ হিসাবে তৃতীয় খণ্ডে রিস্তেদারের কাঁটা ভুল করে শেষ বেঞ্চিতে বসেছিল। তাতে রসগ্রহণে কোনও ব্যাঘাত ঘটেনি। এবার—অর্থাৎ পঞ্চম-ষষ্ঠ খণ্ডের আয়তন সমান রাখতে গিয়ে আবার সচেতনভাবে কালানৌচিত্য দোষ ঘটেছে। এবার রসের কিছু ব্যাঘাত ঘটতে পারে : মিঠুর আবির্ভাব প্রসঙ্গে। পাঠক পাঠিকা যদি গ্রন্থরচনার তারিখ মিলিয়ে পাঠ করেন তাহলে আমার ত্রুটি আপনারা সংশোধন করে নিতে পারবেন। ধন্যবাদ :
না.সা]
Koushik Chanda
This is Amazing book