কাঁটায়-কাঁটায় ৪ (চতুর্থ খণ্ড) – নারায়ণ সান্যাল
পি. কে. বাসু— কাঁটা সিরিজের গোয়েন্দা কাহিনী
প্রথম প্রকাশ : ১লা জ্যৈষ্ঠ ১৪০৫, মে 1998
ফোটো : বিপুল বসু
সজ্জা : গৌতম দাশগুপ্ত
অলংকরণ : সন্দীপন ভট্টাচার্য, সুজাতা লাহিড়ী ও লেখক
প্রুফ নিরীক্ষা : সুচিত্রা সান্যাল, অনুপম ঘোষ
কৈফিয়ৎ [ কাঁটায়-কাঁটায় – চার ]
‘কাঁটায়-কাঁটায়— তিন’ প্রকাশিত হয়েছিল ঠিক দু-বছর আগে, এপ্রিল ’৯৬ সালে। ‘কাঁটায় কাঁটায়—চার’-এ গ্রথিত হল চারটি কাহিনী। তার মানে, এ-পর্যন্ত রচিত কাঁটা-সিরিজের যাবতীয় কাহিনীর মধ্যে মাত্র দুইটি সংকলন-গ্রন্থনভুক্ত হতে বাকি রইল। সে-দুটি ‘কাঁটায় কাঁটায়—পাঁচ-এ (যদি তার আগেই ‘দৈবের বশে জীবতারা নাহি খসে’, অর্থাৎ আদৌ প্রকাশিত হয়) সংকলিত হবে না। হেতুটা সহজবোধ্য— তাঁরা দু-জনেই কিছুটা, ওই যাকে বলে, ‘গতরে সতরে’। দুটি কাহিনীই এক-এক বছর ধরে নবকল্লোলে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। ও-দুটি কোঁৎকা-কাহিনী দেব-সাহিত্য কুটীর প্রকাশ করেছেন— বিশ্বের কাঁটা এবং ড্রেস রিহার্সালের কাঁটা। জনান্তিকে জানাই : পাঁচ নম্বর সংকলনের প্রথম কাহিনীটি লেখা শেষ করলাম এইমাত্র, চৈত্র সংক্রান্তিতে। কোন একটি শারদীয় পত্রিকায় সেটি প্রকাশিত হবে। কাহিনীটির নাম : ‘সকল কাঁটা ধন্য করে…’। আজ্ঞে হ্যাঁ, আপনারা ঠিকই আন্দাজ করেছেন। বাসু পরিবারে নতুন অতিথি আসছেন। শরদিন্দু প্রতিশ্রুতি দিয়েছিলেন— ‘অজিতের এবার গাড়ি কেনা হবে’। কিন্তু গাড়িখানি অজিতের হেপাজতে পৌঁছানোর আগেই অজিতের স্রষ্টা প্রয়াত হয়েছিলেন। ইতিহাস নিজের পুনরাবৃত্তি না হওয়াই বাঞ্ছনীয়। তাই সুজাতা আর কৌশিকের দাম্পত্যজীবন যাতে নিষ্ফলা না হয় তাই এ আয়োজন।
বহুবার বলেছি, আবারও বলি, কাঁটা-সিরিজ কাহিনীতে মৌলিকতার দাবী আমার নেই! যাঁরা কথাসাহিত্যে মৌলিকতা ভিন্ন অন্য রস আস্বাদনে অক্ষম তাঁরা মাকড়শার জাল চর্বণ করতে থাকুন। আমাকে আমার মধুকর-বৃত্তিতে সন্তুষ্ট থাকতে দিন। মধু আমার ভাল লাগে।
ইতিপূর্বে সংকলন-গ্রন্থে ‘কৈফিয়ৎ’গুলি মুদ্রিত না হওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। এবার তাই কাহিনী শুরু করার পূর্বে চারটি কৈফিয়ৎ সাজিয়ে দিয়েছি।
নারায়ণ সান্যাল
চৈত্র সংক্রান্তি
১৪০৪
Leave a Reply