কর্নেল সমগ্র ১৭ – সৈয়দ মুস্তাফা সিরাজ
প্রথম প্রকাশ : জানুয়ারি ২০১৭, বৈশাখ ১৪২৩
তৃতীয় সংস্করণ : জানুয়ারি ২০১৯, মাঘ ১৪২৫
কর্নেলের গুণমুগ্ধ পাঠকদের
করকমলে–
সূচি
ছায়া পড়ে
তখন অনেক রাত
রহস্যের নাম নন্দনকানন
ভূমিকা
বাংলা গোয়েন্দা সাহিত্যে ব্যোমকেশ পরবর্তী সময়ে প্রাপ্তবয়স্কদের জন্য লেখা গল্প উপন্যাসে যে সব গোয়েন্দা বা রহস্যভেদীর আবির্ভাব হয়েছে, কর্নেল নীলাদ্রি সরকারের জনপ্রিয়তা তাদের সবার মধ্যে শীর্ষে। ১৯৬৯ সালে সাপ্তাহিক অমৃত পত্রিকায় কর্নেল-এর প্রথম উপন্যাস “ছায়া পড়ে” ধারাবাহিক ভাবে শুরু হয়। পরবর্তীকালে ১৯৭০ সালে বেঙ্গল পাবলিশার্স থেকে এটি প্রথম বই আকারে প্রকাশ পায়। কর্নেল-এর আবির্ভাব সম্পর্কে লেখক “ছায়া পড়ে”-এর ভূমিকাতে যা লিখেছিলেন তা এইরকম–
‘১৯৬৯ সালে অধুনালুপ্ত সাপ্তাহিক অমৃত পত্রিকার সম্পাদক শ্রদ্ধেয় কবি মণনীন্দ্র রায়ের আদেশে একটি ধারাবাহিক উপন্যাস শুরু করি। জানি না কীভাবে পটভূমি এসে যায় আমার জেলার মফস্বল শহর লালবাগ, একদা যার নাম ছিল মুর্শিদাবাদ, সুবা বাংলা-বিহার-উড়িষ্যার রাজধানী। সেই প্রাচীন রাজধানীর ধ্বংসাবশেষ এক কবর পরিকীর্ণ পটভূমিতে কলকাতার পাঠকদলের যুবক-যুবতীদের নিয়ে প্রকৃতপক্ষে একটি রোমান্টিক কাহিনিরই আদল ছিল মনে। সহসা ঘটে গেল হত্যাকাণ্ড। তারপর থমকে দাঁড়াতে হল। সম্পাদককে টেলিফোনে জানালাম, একটা খুনোখুনি বাধিয়ে ফেলেছি। তবে তিনিই নির্বিকার কণ্ঠে বললেন, বেশ তো। এবার একজন গোয়েন্দা নিয়ে এস। কথাটা আমার অবচেতনায় আঘাত করেছিল। মনে পড়েছিল ১৯৫৬-তে বিয়ের পর হনিমুনে গিয়ে মুর্শিদাবাদের ঐতিহাসিক খণ্ডহরে এক বিচিত্র মানুষকে আবিষ্কার করেছিলাম, ‘কর্নেল নীলাদ্রি সরকার’ নামে আমার প্রথম রহস্য উপন্যাসে আবির্ভাব ঘটলো তাঁর।’
দে’জ পাবলিশিং থেকে প্রথম কর্নেল সমগ্র প্রকাশ পায় ১৯৯৪ সালের কলকাতা বইমেলায়। এখনও মনে পড়ে সেই সময় প্রাপ্তবয়স্ক না হওয়া সত্ত্বেও গোগ্রাসে গিলেছিলাম খণ্ডটা, সেই শুরু, তারপর ‘কর্নেল সমগ্র’ ১৬ খণ্ড পর্যন্ত প্রকাশিত হলেও সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ভাবে গ্রন্থিত হয়নি প্রথম উপন্যাস “ছায়া পড়ে”, অবশেষে ১৭ তম খণ্ডতে আরও দুটি উপন্যাসের সাথে অন্তর্ভুক্ত হল কর্নেলের প্রথম উপন্যাস। এই খণ্ডের ‘তখন অনেক রাত’, উপন্যাসটিও বেশ কিছু বছর ধরে আর ছাপা হয় না। কর্নেলের অসংখ্য অনুরাগী পাঠকের কাছে এর থেকে ভালো উপহার হয়তো আর হতে পারে না। পুরো পরিকল্পনাটাই বাস্তবারিত হয়েছে অপুদা সহ দে’জ পাবলিশিং-এর সবার প্রচেষ্টায়, আরও বেশ কিছু কর্নেল এর গল্প উপন্যাস নিয়ে “কর্নেল সমগ্র”-এর পরবর্তী খণ্ডগুলিও শীঘ্রই নিয়ে আসতে পারব আশা করি। যদি কোনও সহৃদয় কর্নেল অনুরাগী পাঠক আমাদের এব্যাপারে সাহায্য করেন তাহলে বিশেষভাবে উপকৃত হব। সবশেষে একটাই কথা বলি “কর্নেল নীলাদ্রি সরকার দীর্ঘজীবী হোন”।
অরিন্দম দীঘাল
যাদবপুর
কলকাতা-৭৫
Leave a Reply