কন্ট্রোল (বেগ-বাস্টার্ড ৭) – মোহাম্মদ নাজিম উদ্দিন
বাতিঘর প্রকাশনী
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০২৪
প্রচ্ছদ : সিরাজুল ইসলাম নিউটন
.
প্রিয় পাঠক,
নেমেসিস দিয়ে যখন এই সিরিজটি শুরু করেছিলাম তখন ঘুণাক্ষরেও ভাবিনি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে লিখে যাবো। দেখতে দেখতে সপ্তম বইটি প্রকাশিত হয়ে গেল আজ; সেজন্যে অবশ্য প্রথমেই কৃতিত্ব পাবেন বেগ-বাস্টার্ড সিরিজের পাঠকেরা। আপনারা না চাইলে এই সিরিজ লেখা সম্ভব হতো না। এই সিরিজের প্রধান দুটো চরিত্র বাস্টার্ড এবং জেফরি বেগের প্রতি আপনাদের আগ্রহ এবং ভালোবাসা আমাকেও বাধ্য করেছে একের পর এক গল্প লেখার জন্য।
করাচি”র পর লম্বা বিরতি দিয়েছিলাম; তখন দেখেছি আপনারা কী পরিমাণ ভালোবাসেন এই সিরিজটি। আপনাদের এই আগ্রহ, উচ্ছ্বাস আমাকেও তাড়িত করেছিল। এখনও করে।
কন্ট্রোল হতে পারে বেগ-বাস্টার্ড সিরিজের একটি নতুন মোড়-তাদের চিরায়ত দ্বৈরথের সমাপ্তি ঘটলো বলে। তবে নতুন কী শুরু হবে সে গল্প আগেভাগে বলে দিচ্ছি না। আশা করি আপনারা তাদের নতুন অভিযাত্রার সঙ্গেও পরিভ্রমণ করবেন আরো দীর্ঘ দিন।
সবাই ভালো থাকবেন।
মোহাম্মদ নাজিম উদ্দিন
ঢাকা, ফেব্রুয়ারি, ২০২৪
.
উৎসর্গ :
সব সময় তো বিশেষ ব্যক্তিকে উৎসর্গ করি, এবার না হয় ভিন্ন কিছু হোক!
ক্ষমতাকে কুর্ণিশ করে না যারা
গণতন্ত্র এবং বাকস্বাধীনতার পক্ষের সেই সব মানুষকে…..
Rayhan
Loved this book. Thanks for sharing.
Prova
মজার ব্যাপার হলো বইটা আমি অর্ডার করেছি, পে করাও হয়েছে, তবুও লোভে পড়ে ফেললাম