কথায় কথায় রাত হয়ে যায় – পুলক বন্দ্যোপাধ্যায়
আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
প্রথম সংস্করণ জুলাই ১৯৯৯
.
যাঁদের ভালবাসায় আমি দাঁড়িয়ে রয়েছি
আমার গীতিকার জীবনের সেই দুটি স্তম্ভ
হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দে-কে
এবং
যার পাগল করা উৎসাহে এ-লেখার জন্ম সেই
দুলেন্দ্র ভৌমিক-কে
তুলে দিলাম এই
কথায় কথায় রাত হয়ে যায়।
Leave a Reply