ঐতিহাসিক সমগ্র – হেমেন্দ্রকুমার রায়
সংকলন – শোভন রায়
প্রথম প্রকাশ জানুয়ারি ২০১৪
প্রচ্ছদ – মানস চক্রবর্তী
.
হেমেন্দ্রকুমার রায়।
বাংলাভাষায় ছোটদের সাহিত্যে যে কয়েকজন হাতে-গোনা লেখক সবস্বাদের লেখায় সববয়েসি ছোটদের মন জয় করেছেন হেমেন্দ্রকুমার তাঁদের শীর্ষে বললেও অত্যুক্তি হয় না।
সে গোয়েন্দা-অ্যাডভেঞ্চার গল্প-কাহিনি…বিমল-কুমার-সুন্দরবাবুকে নিয়ে হোক, কি অনুবাদ সাহিত্য হোক, কী ইতিহাসের পাতা থেকে মণিমুক্তো তুলে আনাই হোক, হেমেন্দ্রকুমার রায় সব কলমেই সব্যসাচী।
হারিয়ে যাওয়া বিভিন্ন পত্রপত্রিকার পৃষ্ঠা থেকে, দীর্ঘদিন অমুদ্রিত বই থেকে খুঁটে-খুঁটে নিরলসভাবে এই গবেষণামূলক কাজটি সম্পন্ন করেছেন আদ্যন্ত হেমেন্দ্রকুমার-ভক্ত শোভন রায়।
এই বৃহৎ সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে ৮টি উপন্যাস, ১৪টি বড় ও ছোট গল্প, ১৮টি অসামান্য রচনা।
শোভন রায়কে আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়
১৫ নভেম্বর ২০১৩
Leave a Reply