একেনবাবু সমগ্র ৬ (ষষ্ঠ খণ্ড) – সুজন দাশগুপ্ত
প্রথম প্রকাশ – জানুয়ারি, ২০২৩
শমীতা দাশ দাশগুপ্তকে
.
ভূমিকা
এই সংকলনের প্রত্যেকটি গল্পই পূর্ব-প্রকাশিত। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত কাহিনিগুলো সংকলনে অন্তর্ভুক্ত করার আগে অল্প-বিস্তর পরিমার্জনা করা হয়েছে। ষষ্ঠ খণ্ডেও সংকলিত গল্পগুলোতে সময়ের পারম্পর্য রক্ষা করা সম্ভব হয়নি। গল্পগুলো বাপিবাবুই লিখেছেন এলোমেলোভাবে, আমি নিরুপায়।
দ্য কাফে টেবল-এর দুই কর্ণধার স্নেহের অভিষেক আইচ ও অরিজিৎ ভদ্র বেশ কয়েক বছর ধরে একেনবাবু সমগ্র-র খণ্ডগুলো উৎসাহ নিয়ে ছাপিয়ে যাচ্ছে, যদ্দূর জানি তার জন্য একেনবাবু খুবই কৃতজ্ঞ। আমি নিজে কৃতজ্ঞ অমৃতা রায়ের কাছে— যত্ন করে পাণ্ডুলিপি পড়ে সংশোধনে সাহায্য করেছে বলে।
একেনবাবু সমগ্র-র প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল ২০১৭ সালে। তখন ভাবিওনি একেনবাবু সমগ্ৰ ষষ্ঠ খণ্ড পর্যন্ত পৌঁছোবে। পাঠকদের ভালোবাসা না থাকলে সেটা সম্ভব হত না। সুজন দাশগুপ্ত
মন্টভিল, নিউ জার্সি
Annapurna chattopadhyay
Good