একলব্য – হরিশংকর জলদাস
অন্যপ্রকাশ
প্রথম প্রকাশ : একুশের বইমেলা ২০১৬
প্রচ্ছদ: ধ্রুব এষ
.
উৎসর্গ
আসাদুজ্জামান নূর
প্রান্তজন সখা,
নীলফামারী সাক্ষ্য দেয়।
সুসংস্কৃত ব্যক্তিত্ব,
বাংলাদেশ সাক্ষ্য দেবে।
তিনি আমার প্রিয় মানুষ।
‘একলব্য’ তাঁর হাতে অর্পণ করলাম।
ভূমিকা
হিরণ্যধনুর পুত্র একলব্য নাম।
দ্রোণের চরণে আসি করিল প্রণাম ॥
যোড়হাত করি বলে বিনয় বচন।
শিক্ষাহেতু আইলাম তোমার সদন ॥
দ্রোণ বলিলেন তুই হোস্ নীচ জাতি।
তোরে শিক্ষা করাইলে হইবে অখ্যাতি ॥
: আদি পর্ব্ব, মহাভারত। কাশীরাম দাস
Leave a Reply