একদিন অপরাহ্নে – কাসেম বিন আবুবাকার
প্রথম প্রকাশ জুন ২০০৭
১। “ইহা স্থির নিশ্চিত যে, আল্লাহ মানুষের প্রতি জুলুম করেন না, পরন্তু মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করিতেছে।” আল কুরআন, সূরা-ইউনুস, পারা-১১, আয়াত-৪৪
২। “রাসূলুল্লাহ (সঃ) বলিয়াছেন, “দয়াময় আল্লাহ দয়ালু লোকদের প্রতি দয়া প্রদর্শন করেন। পৃথিবীতে যাহারা আছে তাহাদের প্রতি দয়ালু হও, তাহা হইলে আকাশে যাহারা আছে তাহারাও তোমাদের প্রতি দয়ালু হইবে।” বর্ণনায় ও আব্দুল্লাহ বিন আমর (রাঃ)-আবু দাউদ, তিরমিযী
৩। “হিংসা মানুষকে এমনভাবে ধ্বংস করে, যেভাবে মরিচা লোহাকে ধ্বংস করিয়া দেয়।” ইবনুল খাতীব
ইবনুল আরাবী
প্রতিটি গল্প এই ভাবে কেন শেষ হচ্ছে? অবশ্যই আমি এটা জানতে চাচ্ছি। নাকি গোটা কাহিনী এখানে আনা হয়নি। অবশ্যই জানাবেন প্লিজ!
reshma
আসসালামু আলাইকুম,,, গল্প গুলো ডাউনলোড করা যায় না কেন