ইতিহাসের মুক্তি – অতুলচন্দ্র গুপ্ত
ইতিহাসের মুক্তি – অতুলচন্দ্র গুপ্ত
প্রথম প্রকাশ – অগ্রহায়ণ ১৮৭৯ / নভেম্বর ১৯৫৭
.
এ বইয়ের প্রথম দুটি প্রবন্ধ— ‘ইতিহাসের মুক্তি’ ও ‘ইতিহাসের রীতি’— কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ১৯৫৫ সালের অধরচন্দ্র মুখোপাধ্যায় বক্তৃতা। বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে প্রথমটি বিশ্বভারতী পত্রিকার ১৩৬২ সালের শ্রাবণ-আশ্বিন সংখ্যায় ও দ্বিতীয়টি ইতিহাস পত্রিকার ১৩৬১-৬২ সালের ফাল্গুন-বৈশাখ সংখ্যায় ছাপা হয়েছিল।
অন্য প্রবন্ধভুটি ‘বৈজ্ঞানিক ইতিহাস’ ও ‘ইতিহাস’ অনেক দিন পূর্বের লেখা । প্রথম প্রবন্ধটি ‘সবুজপত্রের’ ১৩২৪ সালের জ্যৈষ্ঠ সংখ্যায় ও দ্বিতীয়টি ‘বিচিত্রা’র ১৩৩৪ সালের আষাঢ় সংখ্যায় প্রকাশিত হয়েছিল । অনেক বিষয়ে চিন্তা ও ভাবের সমতার জন্য ও দুটি প্রবন্ধ এ বইয়ে হাপানো হল।
অতুলচন্দ্র গুপ্ত
ভাদ্র ১৩৬৪
.
বাংলার নবীন ঐতিহাসিকগণকে একজন সাধারণ ইতিহাস-পাঠকের এই অনধিকারচর্চা
উৎসর্গ করিলাম।
Leave a Reply