আলথুসার – মাসরুর আরেফিন (উপন্যাস)
Althusser – Mashrur Arefin
প্রথম ফ্লাপের লেখা :
বিখ্যাত মার্ক্সবাদী ফরাসি দার্শনিক লুই আলথুসার ‘দমন-পীড়নমূলক রাষ্ট্রযন্ত্র’ তত্ত্বের জনক, যিনি ১৯৮০ সালে স্ত্রীকে খুন করার আগে লন্ডনের এক বাসায় স্লিপওয়াক করতেন। ভাবা হয়, এই স্লিপওয়াকই তাঁর স্ত্রী হত্যার কারণ। আলথুসারের সেই বাসা দেখতে এ উপন্যাসের নায়ক হাজির হয় লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে, সময়টা এপ্রিল ২০১৯। লন্ডন শহরজুড়ে তখন চলছে বড় পরিবেশবাদী দল ‘এক্সটিংকশন রেবেলিয়ন’-এর তীব্র আন্দোলন। আন্দোলনকারীদের প্রতীকী ‘পিংক বোট’ শহরের রাস্তায়, তাদের মূল স্লোগান——’টেল দ্য ট্রুথ’। কী সেই ট্রুথ? তারা বলছে পরিবেশ ধ্বংসকারী এই নিপীড়নবাদী দুনিয়া বদলাতেই হবে, নয়তো এ গ্রহ নিশ্চিহ্ন হবে আর মাত্র বারো বছরেই। নায়ক একাত্মবোধ করছে এদের আন্দোলনের ইস্যুর সঙ্গে, সে বুঝতে পারছে তার নিজের ভেতরেও আছে দূর অতীতের সবুজ-শ্যামল বরিশালের জন্য, প্রিয় কবি জীবনানন্দ দাশের এখনকার মৃতপ্ৰায় ধানসিড়ি নদীটার জন্য তীব্র হাহাকার। নিজের সঙ্গে এই বোঝাবুঝি থেকেই নায়ক এক ভয়ংকর সিদ্ধান্ত নিয়ে ফেলল—পৃথিবীর ভালোর জন্য কাজ করবে সে, জীবনানন্দ দাশের রূপসী বাংলাকে ফিরিয়ে আনার জন্য লড়বে। কিন্তু বিরুদ্ধপক্ষ কেন তাকে করতে দেবে সেই লড়াই? অবিশ্বাস্য এক ঘূর্ণির মধ্যে পড়ে নায়ক এবার বুঝতে চাইছে পৃথিবী বদলানো বিষয়ে আলথুসার কী বলতে চেয়েছিলেন এবং ভায়োলেন্স কেন ও কতটা মিলেমিশে আছে আমাদের সবার পৃথিবীর ভালো করার অস্বচ্ছ স্বপ্নগুলোর ভেতরে।
দ্বিতীয় ফ্লাপের লেখা :
গ্রিক শব্দ ‘পারহেসিয়া’ বলতে বোঝায়—কোনো বক্তা যখন ‘সত্য’-র সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক কী তা বিবৃত করেন এবং সত্যকথনকে দায়িত্ব হিসেবে গণ্য করে তার নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেন…বক্তা তার স্বাধীনতাকে সঙ্গী করে যখন কোনো প্ররোচনা দেবার বদলে বেছে নেন অকপটতাকে, মিথ্যা বলা বা নীরব থাকার বদলে সত্য বলাকে, তার জীবন ও জীবনের নিরাপত্তার বদলে মৃত্যুর ঝুঁকিকে…বেছে নেন তোষামোদ করার পরিবর্তে সমালোচনা করাকে এবং নিজের স্বার্থ ও নৈতিক উদাসীনতার বদলে তার নৈতিক কর্তব্যকে।
মিশেল ফুকো
আলথুসার বইটির রিভিউ (রকমারী থেকে) :
পৃথিবী নামক আমাদের এই গ্রহটির বিলয়ের আশঙ্কাই আলথুসার উপন্যাসের মূল থিম। জীবাশ্ম জ্বালানি আর কয়লাপোড়া কুটিল ধোঁয়া পৃথিবীকে উষ্ণ বিপন্নতার শেষ সীমায় নিয়ে গেছে। এর জন্য দায়ী ‘দমনপীড়নমূলক রাষ্ট্রযন্ত্র’, যার স্বরূপ উন্মোচন করেছেন খ্যাতিমান দার্শনিক লুই আলথুসার। আলথুসারের লন্ডনের বাসা দেখতে উপন্যাসের নায়ক হাজির হন লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে। লন্ডন শহর জুড়ে তখন চলছে পরিবেশবাদী দল এক্সটিংশন রেবেলিয়ন-এর তীব্র আন্দোলন। তারা বলছে, পরিবেশ ধ্বংসকারী এই নিপীড়নবাদী দুনিয়া বদলাতে হবে। এই আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে নায়ক ফিরে এলেন জললালিত্যভরা শ্যামল বরিশাল আর কবি জীবনানন্দের মৃতপ্রায় ধানসিঁড়িকে বাঁচাতে। কিন্তু আন্দোলন করতে গিয়ে জীবননাশের হুমকি পেলেন তিনি। এই ক্রান্তিকালে নায়ক বুঝতে চাইছেন, পৃথিবী বদলানো বিষয়ে আলথুসার যে ভায়োলেন্সের কথা বলেছিলেন, তা কতটা প্রাসঙ্গিক। ঘোরতর সময়ের এই আখ্যান নাড়িয়ে দেয় আমাদের ভাবনার দুনিয়া।
K.M. Shmasul Arefin
Excellent