আমি রবি ঠাকুরের বউ – রঞ্জন বন্দ্যোপাধ্যায়
আমি রবি ঠাকুরের বউ – মৃণালিনীর লুকোনো আত্মকথা। রঞ্জন বন্দ্যোপাধ্যায়।
প্রথম প্রকাশ ডিসেম্বর ২০১৩।
উৎসর্গ – প্রিয় বন্ধু শ্ৰীত্রিদিবকুমার চট্টোপাধ্যায় ও শ্ৰীমতী চুমকি চট্টোপাধ্যায়কে।
মুখপাত
রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনীর একটিই পরিচয়-তিনি রবীন্দ্রনাথের সহধর্মিণী। এবং সহমর্মিণীও।
তাঁর যেন আর কোনও পরিচয় নেই।
এই নারী বেঁচে ছিলেন মাত্র আঠাশ বছর।
উনিশ বছর কাটিয়ে ছিলেন রবীন্দ্রনাথের বউ হয়ে।
মৃণালিনীর প্রসঙ্গে লেখা হয়েছে বেশ কয়েকটি বই এবং প্রবন্ধ।
কেমন ছিল মৃণালিনীর জীবনের অন্তরমহল?
রবি ঠাকুরের বউ-হওয়া ‘ব্যাপারটা’ আসলে ঠিক কেমন?
মৃণালিনী প্রসঙ্গে কোনও গ্রন্থে, কোনও নিবন্ধে নেই এই অন্তরএষণা।
এই নারীর দাম্পত্যজীবনের গহনে আজও পৌঁছোয়নি কোনও ডুবসাঁতারু অনুসন্ধান।
রবীন্দ্রনাথের চিঠির উত্তরে মৃণালিনীও নিশ্চয় লিখেছিলেন অনেক চিঠি।
সেই সব চিঠিতে তাঁর একান্ত ব্যক্তিগত বেদনাদীর্ণ উচ্চারণও ছিল নিশ্চয়।
একটি চিঠিও পাওয়া যায়নি।
রবীন্দ্রনাথের অব্যর্থ পৌরহিত্যে লুপ্ত হয়েছে সেই আর্তিময়, অসহায় পত্রগুচ্ছ।
মৃণালিনী যদি লিখতেন তাঁর আত্মকথা?
সেই লুকোনো আত্মকথারও বিলোপন ঘটত নিঃসন্দেহে।
এমনই যে ঘটেনি, এ-কথাই বা বলি কী করে?
কী লিখতেন মৃণালিনী তাঁর লুকোনো আত্মকথায়?
এই উপন্যাসে সেটাই ভাবার চেষ্টা করেছি।
রঞ্জন বন্দ্যোপাধ্যায়
৫ নভেম্বর, মঙ্গলবার, ২০১৩
Leave a Reply