আমি মুজিব বলছি – কৃত্তিবাস ওঝা
প্রকাশক – মনিরুল হক, অনন্যা প্রকাশনী
প্রথম অনন্যা প্রকাশ – ফেব্রুয়ারি ১৯৯৫
প্রচ্ছদ – ধ্রুব এষ
.
বঙ্গবন্ধু
.
সবিনয় নিবেদন
পাকিস্তান ও বাংলাদেশ নিয়ে বইয়ের অভাব নেই। বহু গুণীজন পাকিস্তানের রাজনীতি ও বর্তমানের মুক্তিযুদ্ধ নিয়ে বই লিখেছেন। এত বই থাকতে এ বাংলার একজন সাংবাদিক কেন এই বই লিখতে উৎসাহী হলাম তার জবাব বই পাঠ করে পাঠকরা পাবেন। পাকিস্তান- রাজনীতি ভিত্তি করে রচিত বইগুলিতে পাকিস্তান সৃষ্টির মূল রহস্যটি অনেকেই এড়িয়ে যান, কিন্তু আজকের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য কখনই সম্পূর্ণ বোঝা যাবে না যদি না জানা যায় কোন্ রাজনৈতিক ঘাত-প্রতিঘাতে ও চক্রান্তে, কাদের জিদ, একগুঁয়েমি, অভিমান, ক্ষোভ ও হীনমন্য মনোভাবের কারণ পাকিস্তান সৃষ্টির রসদ জুগিয়েছিল। বিজ্ঞানের কাছে ভাবাবেগের কোন মূল্য নেই। বিজ্ঞানকে অস্বীকার করে, ধর্মকে ভিত্তি করে, অবৈজ্ঞানিক রাষ্ট্র গঠনের বিপথগামী স্রোতকে বিজ্ঞান নিজের নিয়মে স্বাভাবিক নিয়মের পথে নিয়ে এসেছে। আজকের বাংলাদেশের মুক্তি-সংগ্রামের মূল তাৎপর্য এইখানে। তাই আজকে মুক্তিযুদ্ধের ইতিহাসের অভিন্ন ধারাটি তুলে ধরবার চেষ্টা করেছি এই গ্রন্থে। কাদের ভুল ও পাপের মূল্যের প্রায়শ্চিত্ত আজ রক্ত দিয়ে শোধ করতে হচ্ছে, সে কথা না জানলে আজকের মুক্তিযুদ্ধকে জানা সম্পূর্ণ হবে না।
এই গ্রন্থ রচনায় পাকিস্তান সম্পর্কিত বহু গ্রন্থের ও বহু সংবাদপত্রের সহায়তা গ্রহণ করেছি। বহু গ্রন্থ ও সংবাদপত্র থেকে বিবরণ হুবহু তুলে ধরেছি। কোথাও যদি তার অনুল্লেখ থাকে তবে সে ত্রুটির জন্য আগাম মার্জনা চেয়ে রাখছি। শ্রীবরুণ সেনগুপ্ত, শ্রীঅমিতাভ দাশগুপ্ত, শ্রীপ্রফুল্ল রায় চৌধুরী, ডা: সৌমেন মুখোপাধ্যায় প্রমুখ সাংবাদিক সুধীবৃন্দ নানা সময়ে নানাভাবে পরামর্শ ও উপদেশ দিয়েছেন। শ্রীভবানী ঘোষ বইয়ের একটি অধ্যায় লিখে বইয়ের মর্যাদা বৃদ্ধি করেছেন। শ্রী যীশু চৌধুরী ও শ্রী অগ্নিবর্ণ ভাদুড়ী বিভিন্ন পত্র-পত্রিকা দিয়ে আমাকে সাহায্য করেছেন। বসুমতী পত্রিকার প্রখ্যাত ফটোগ্রাফার শ্রী বিনয় মুখোপাধ্যায় বাংলাদেশের অভ্যন্তরে গিয়ে মুক্তিযুদ্ধ চলাকালে জীবন বিপন্ন করে আমার সঙ্গে সঙ্গে থেকে যুদ্ধের ছবিগুলো তুলেছেন। শ্রী মীরেন অধিকারীও একখানি ছবি দিয়েছেন। বাংলাদেশের অভ্যন্তরে থাকাকালে আশ্রয়, আহার্য ও নিরাপত্তা রক্ষা করে যাঁরা সাহায্য করেছেন তাঁদের নাম আজ প্রকাশ করা সম্ভব নয়। যেদিন সম্ভব হবে সেদিন সগর্বে ঘোষণা করব। সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং সকলেই আমাকে চিরঋণে আবদ্ধ করেছেন।
বিনীত
কৃত্তিবাস ওঝা
.
এই পুস্তক রচনায় যে সকল পুস্তক-পুস্তিকা এবং পত্রপত্রিকার সাহায্য গ্রহণ করা হয়েছেঃ-
১। ইণ্ডিয়া টুডে টুমরো – রজনী পাম দত্ত
২। ইণ্ডিয়ান স্ট্রাগল – হীরেন মুখার্জী
৩। ইণ্ডিয়া উইনস্ ফ্রিডম – আবুল কালাম আজাদ
৪। এক্লিপ্স্ অব ইস্ট পাকিস্তান – জ্যোতি সেনগুপ্ত
৫। হুইদার টু বেঙ্গলস্ – শরৎচন্দ্র বসু
৬। পাকিস্তান অ্যাণ্ড ইণ্ডিয়া রিলেশন – শকসেনা
৭। দ্য লাস্ট ডেজ্ অব দ্য ব্রিটিশরাজ – লিওনার্ড মোসলে
৮। এ হিষ্ট্রি অব পাকিস্তান – ওয়াই, ভি গ্যানোকৎসিক ও এল, আর গর্ডন পলসনকারা
৯। দ্য ইন্টিগ্রেশন অব দ্য ইণ্ডিয়ান স্টেটস্ – ভি পি, মেনন
১০। পাকিস্তান – ডোনাল্ড এম উইলবার
১১। আই ওয়ার্নড মাই কান্ট্রিমেন – শরৎচন্দ্র বসু
১২। মুক্তির সন্ধানে ভারত – যোগেশচন্দ্র বাগল
১৩। পূর্ব-পাকিস্তান – অমিতাভ গুপ্ত
১৪। বিক্ষুদ্ধ পাকিস্তান – কহলন
১৫। ভারতের মুক্তিসংগ্রাম – সুভাষচন্দ্র বসু
১৬। বিপ্লবী বাংলা ও স্বাধীনতার ইতিহাস – রাজেন্দ্রলাল আচার্য
১৭। মৃত্যুঞ্জয়ী সতীন সেন – আশুতোষ মুখোপাধ্যায়
১৮। জেল ডায়েরী – সতীন সেন
১৯। পাক মার্কিন সামরিক চুক্তি ও মার্কিন চক্রান্ত – ভূপেশ গুপ্ত
২০। পত্রিকাসমূহ–সপ্তাহ, কম্পাস, লিংক, মেনস্ট্রিম, ব্লিৎস, আনন্দবাজার, যুগান্তর, দেশ, সাপ্তাহিক বসুমতী।
২১। পূর্ব পাকিস্তানের বিভিন্ন দৈনিকও সাপ্তাহিক পত্র–পত্রিকাসমূহ–ইত্তেফাক, আজাদ, পুর্ব-পাকিস্তান, জনতা, একতা, স্বাধিকার, পূর্বদেশ, গণশক্তি প্রভৃতি।
Leave a Reply