আমি কি বাঙালি – সুনীল গঙ্গোপাধ্যায়
প্রথম প্রকাশ জানুয়ারি ২০১১
ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় কর্তৃক পত্রভারতী
প্রচ্ছদ ও অলংকরণ দেবব্রত ঘোষ
.
.
আমি কি বাঙালি? এর ঠিক পরেই অবধারিত প্রশ্ন আসে, তা হলে প্রকৃত বাঙালি কে? বাঙালিত্বের পরিচয় শুধু তাদের পোশাকে হতে পারে না, খাদ্য-স্বভাব কিংবা ইলিশ মাছ প্রীতিতে হতে পারে না। বাংলার বর্গসীমার স্থায়ী অধিবাসী কিংবা বাংলা ভাষাভাষী হলেও সঠিক হতে পারে না। বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে, বিদেশের অনেক রাজ্যে দু’তিন পুরুষ ছড়িয়ে থাকা যারা বাঙালি বলে পরিচিত, এমনকী যারা ভারতের বাইরে অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নিয়েছে, তাদেরও কি বাঙালি বলে গণ্য করা যায়?
এই সব প্রশ্নেরই নানান দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়েছে এই গ্রন্থে।
সুনীল গঙ্গোপাধ্যায়
১ জানুয়ারি ২০১১
কলকাতা
Leave a Reply