আমার ছোটবেলা – কবীর চৌধুরী
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১২
প্রচ্ছদ ও বই নকশা : সব্যসাচী হাজরা
প্রসঙ্গত
জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। তিনি সম্প্রতি আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর এই চলে যাওয়াতে দেশবাসীর সাথে আমরাও শোকাহত। আমরা তাঁকে যুগ যুগান্তর স্মরণ করতে চাই—তাঁর জীবনযাপন, চিন্তা ও কর্মের জন্য। তিনি মৃত্যুর বেশ কিছুদিন আগে অ্যাডর্নের অনুরোধে তাঁর ছেলেবেলা নিয়ে একটি ছোট পাণ্ডুলিপি আমাদের হাতে তুলে দেন। তাঁর মতোই আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের ছোটবেলার কথা নিয়ে রয়েছে অ্যাডর্নের এক সিরিজ পরিকল্পনা। পাঠকের সুবিধার জন্য তাঁর পাণ্ডুলিপিটি আলাদা আলাদা পর্বে ভাগ করে শিরোনাম দেওয়া হয়েছে। সিরিজের অন্য বইগুলো পাঠকের হাতে তুলে দিতে না পারলেও অধ্যাপক কবীর চৌধুরীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে তাঁর দেওয়া নামকরণে আমার ছোটবেলা বইটি তুলে দিতে পেরে আমরা আনন্দিত।
Leave a Reply